TRENDING:

Chanchal Chowdhury: ঢাকায় বহুতলে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের! শোকপ্রকাশ চঞ্চল চৌধুরীর

Last Updated:

Chanchal Chowdhury: নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন চঞ্চল। সেখানে সেই সাততলা ভবনের দু'টি ছবি পোস্ট করেন অভিনেতা। সেগুলির মধ্যে একটি দুর্ঘটনার আগের। অন্যটি তার পরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে এক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪৬ বলে জানা গিয়েছে। সাততলা ভবনের প্রায় পুরোটাই ভস্মীভূত। তছনছ হয়ে গিয়েছে সবটা। চেনা সেই জায়গার এ হেন অবস্থা দেখে ব্যথিত ওপার বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিবারকে নিয়ে তিনিও থাকেন ঢাকাতেই। নিজের ভালবাসার শহরে এ হেন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না অভিনেতা।
advertisement

নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেন চঞ্চল। সেখানে সেই সাততলা ভবনের দু’টি ছবি পোস্ট করেন অভিনেতা। সেগুলির মধ্যে একটি দুর্ঘটনার আগের। অন্যটি তার পরের। শোকপ্রকাশ করে তিনি লেখেন, ‘হায়রে বেইলী রোড’। অভিনেতার অনুরাগীরাও সেই পোস্টে দুঃখপ্রকাশ করেছেন।

আরও পড়ুন: ফিল্মি পরিবারের মেয়ে! একটানা ফ্লপের পরেও এল না সাফল্য! অকালেই হারিয়ে গেলেন

advertisement

আরও পড়ুন: ‘চিঠ্ঠি আয়ি হ্যায়’ নিয়ে দ্বিধায় ছিলেন পঙ্কজ! কেন সঙ্কোচ ছিল তাঁর, জানালেন মহেশ

ঢাকা দমকল বিভাগের আধিকারিকরা জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ নাগাদ বিল্ডিংয়ের প্রথম তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে এবং দ্রুত উপরের তলায় সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে৷ যেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং একটি কাপড়ের দোকান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট মোতায়েন করা হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Chanchal Chowdhury: ঢাকায় বহুতলে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের! শোকপ্রকাশ চঞ্চল চৌধুরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল