TRENDING:

তারকায় বিশ্বাসী নই! আমার ম্যানেজারও নেই, বনি-কৌশানীর সঙ্গে দ্বিমত পোষণ চঞ্চলের

Last Updated:

অনির্বাণও নিজেকে তারকা মানতে নারাজ। তাঁর কাছে আজ মঞ্চে বা পর্দায় অভিনয় করতে পারাটাই অনেক। ছোটবেলার একটি গল্প তিনি শোনান। ছোটবেলায় আবৃত্তি প্রতিযোগিতায় ‘নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ’ এইটুকু বলে বেরিয়ে আসতেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শীতের সন্ধ্যায় নন্দন চত্বর মেতে উঠল সিনে আড্ডায়। মঞ্চে উপস্থিত উপস্থাপক সৌরভ দাস। তাঁর দু'টি পাশে সারি দিয়ে দুই বাংলার শিল্পীরা। 'চরিত্র না তারকা' আলোচনার এই বিষয়বস্তুর পক্ষে-বিপক্ষে বক্তব্য রাখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, ইশা সাহা, নাজিফা তুশি।
advertisement

কারও বক্তব্য, স্টারডম, ঐশ্বরিক শক্তি, লার্জার দ্যান লাইফ, এই সবই দরকার অভিনেতা-অভিনেত্রীদের জন্য, দর্শকের জন্য। কারও বক্তব্য, কেবল অভিনয়, চরিত্র এবং বিষয়বস্তু দরকার। যদিও অধিকাংশ শিল্পী এই কথায় সহমত যে দু'টিরই প্রয়োজন আছে সময়ে সময়ে।

সেই প্রসঙ্গেই বনির কথা, "ফিল্মি পরিবারে বড় হয়েছি বলে ছোট থেকেই তারকাদের সঙ্গে থেকেছি। কাজও করেছি সেটে। ইচ্ছেও ছিল স্টার হব। কিন্তু দুঃখের বিষয় আজকে আর সেই স্টারডমটাই নেই।" সৌরভ নিজেও জানালেন, 'মন্টু পাইলট'-এর একটি দৃশ্যে তিনি যুক্তি দিয়ে অভিনয় করার চেষ্টা করছিলেন, কিন্তু পরিচালক দেবালয় ভট্টাচার্যের কথায় চরিত্রে ঐশ্বরিক ছোঁয়া আনেন। যেটা পরবর্তীকালে পর্দায় তাঁর নিজেরও দেখতে ভাল লাগে৷

advertisement

কৌশানী মাচা অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে জানান, তাঁরা মঞ্চে উঠবেন বলে সকাল থেকে টিকিট কেটে অপেক্ষা করেন অনেকে। আজও তাঁকে চরিত্রের নাম ধরে ডাকে সাধারণ মানুষ। এইগুলি তাঁর কাছে স্টারডমই বটে।

আরও পড়ুন: সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও

advertisement

কিন্তু এই কথাগুলির সঙ্গে দ্বিমত পোষণ করেন চঞ্চল। তাঁর মতে, এখন দর্শকের দেখা বদলেছে। মানুষ আর লার্জার দ্যান লাইফ দেখতে চায় না। বিশ্বাস করতে চায়। আর তাই বিশ্বাসযোগ্য বিষয়বস্তুর দিকে নজর দেওয়া ভাল। চঞ্চল নিজেকে তারকা বলে মনে করেন না। তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হেঁটে যাতায়াত করেন আজও। তাঁকে সহজে যে কেউ যোগাযোগ করতে পারে। তাঁর কথায়, "আমি ম্যানেজারও রাখিনি। কারণ তাঁকেও তো আমাকে ম্যানেজ করতে হবে। আমার মতে, আমার উচিত কেবলমাত্র অভিনটাই করে যাওয়া। স্টারডমে মন দিলে দর্শক চঞ্চল চৌধুরীকেই দেখবে। কিন্তু অভিনয়ের জন্য আমাকে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে উঠতে হবে।

advertisement

আরও পড়ুন: চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

অনির্বাণও নিজেকে তারকা মানতে নারাজ। তাঁর কাছে আজ মঞ্চে বা পর্দায় অভিনয় করতে পারাটাই অনেক। ছোটবেলার একটি গল্প তিনি শোনান। ছোটবেলায় আবৃত্তি প্রতিযোগিতায় ‘নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ’ এইটুকু বলে বেরিয়ে আসতেন৷ লজ্জায় বাকিটুকু তাঁর মুখ দিয়ে বেরোত না। তাই তাঁর কথায়, "তার পরেও আজকে যা পেয়েছি আমার কাছে সেটাই যথেষ্ট। আমি যা পারি না, যে আমার স্বপ্নপূরণ করে, সে তারকা। দর্শক ও নায়কের এই বিশ্বাসটাই স্টারডম।" আর তাই অনির্বাণের কাছে লিয়োনেল মেসি সবথেকে বড় তারকা। যার পরীক্ষা আজ রাত সাড়ে ১০টার পর। বারবার তাই বিশ্বকাপের ফাইনালের কথা মনে করিয়ে দিলেন তারকারা। আর মনে করালেন মেসি ম্যাজিকের কথা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
তারকায় বিশ্বাসী নই! আমার ম্যানেজারও নেই, বনি-কৌশানীর সঙ্গে দ্বিমত পোষণ চঞ্চলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল