TRENDING:

বোর্ডের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ দক্ষিণী অভিনেতা বিশালের; অবশেষে মুখ খুলল সিবিএফসি

Last Updated:

বিশালের অভিযোগ ছিল, তাঁর ছবি ‘মার্ক অ্যান্টনি’ প্রেক্ষাগৃহে চালানোর জন্য ছাড়পত্র আদায় করতে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র প্রতিনিধিদের ৬.৫ লক্ষ টাকা দিতে হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সম্প্রতি দুর্নীতির বড়সড় অভিযোগ এনেছেন দক্ষিণী অভিনেতা বিশাল। তাঁর অভিযোগের আঙুল মূলত সেন্সর বোর্ডের দিকেই। ইতিমধ্যেই সেই ঘটনায় উত্তাল হয়ে রয়েছে ফিল্মি দুনিয়া। এবার বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হল।
বোর্ডের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ দক্ষিণী অভিনেতা বিশালের; অবশেষে মুখ খুলল সিবিএফসি
বোর্ডের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ দক্ষিণী অভিনেতা বিশালের; অবশেষে মুখ খুলল সিবিএফসি
advertisement

বিশালের অভিযোগ ছিল, তাঁর ছবি ‘মার্ক অ্যান্টনি’ প্রেক্ষাগৃহে চালানোর জন্য ছাড়পত্র আদায় করতে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র প্রতিনিধিদের ৬.৫ লক্ষ টাকা দিতে হয়েছে। সেই প্রসঙ্গে বুধবার বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে যে, “সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে হাতে থাকা বিষয়গুলির উপর আমরা আলোকপাত করছি এবং তা বিশ্লেষণ করে দেখছি।”

আরও পড়ুন–  এক সময়ের ‘দরিদ্রদের খাবার’ আজ সুপারফুড; প্রাণঘাতী রোগ তুড়ি মেরে তাড়াতে দারুণ উপযোগী এই শস্য

advertisement

সিবিএফসি ওই বিবৃতিতে আরও জানিয়েছে যে, “প্রতিক্রিয়ার তাৎক্ষণিক বিবেচনা করা হয়েছে। আর এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আমরা এই বিষয়টি একেবারে গোড়া থেকে দেখছি। সেই অনুযায়ী কঠোর পদক্ষেপও করা হবে।”

অভিনেতা বিশাল ওই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে তদন্তের আর্জিও জানিয়েছিলেন। বোর্ডের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ শোনার পরেই নড়েচড়ে বসে তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। জোর দিয়ে জানানো হয় যে, দুর্নীতি সহ্য করা হবে না। এমনকী, এই বিষয়টির তদন্তের জন্য একজন সিনিয়র আধিকারিককেও নিযুক্ত করেছে ওই মন্ত্রক।

advertisement

আরও পড়ুন– ডায়াবেটিস রোগীদের ডায়েটে কি ড্রাই ফ্রুটস রাখা নিরাপদ? রইল কম চিনিযুক্ত এমন কয়েকটি ফলের তালিকা

সিবিএফসি-র পক্ষ থেকে এই প্রসঙ্গে আরও জানানো হয়েছে যে, “সার্টিফিকেশনের জন্য আবেদন আগে থেকেই পাঠানো উচিত। একেবারে শেষ মুহূর্তে হুড়োহুড়ি করা একেবারেই উচিত নয়। প্রতি বছর প্রায় ১২,০০০ থেকে ১৮,০০০ ছবির সার্টিফিকেশন করে সিবিএফসি। আর এর স্ক্রিনিং দেখার জন্য একজন মানুষের সময় তো লাগেই! অনেক সময় কমিটিগুলি আন্তরিক ভাবেই ছবির গুরুত্বপূর্ণ মুক্তির তারিখ পূরণ করার জন্য প্রযোজকদের জরুরি অনুরোধ মিটিয়ে থাকে। এইসব টাইমলাইনের অসম্ভব চাপ এবং সিবিএফসি-র সহায়তা উপেক্ষা করা হয়। যদিও সিবিএফসি নিজেদের কর্তব্য পালন করে। সমস্ত সময়সীমা মাথায় রেখে সার্টিফিকেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নির্ধারিত সময়টাকে প্রযোজকদের সম্মান করতে হবে এবং যথাযথ ভাবে পরিকল্পনা করতে হবে।”

advertisement

ফিল্ম বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, প্রাতিষ্ঠানিক স্তরে কিছু পদক্ষেপ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হল- ব্যক্তিগত ভাবে নথিপত্র জমা না দেওয়া, সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে বোর্ডের কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করা, এনক্রিপ্টেড ডিজিটাল সিনেমা প্যাকেজের ই-ডেলিভারি ইত্যাদি। মূলত তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীর হস্তক্ষেপ এড়াতেই এই কৌশল অবলম্বন করা হচ্ছে।

advertisement

তামিল অভিনেতার অভিযোগ প্রকাশ্যে আসতেই সিবিএফসি চেয়ারপার্সন প্রসূন জোশি গত ৩ অক্টোবর জরুরিকালীন ভিত্তিতে একটি বৈঠক ডাকেন। আগেই অবশ্য তিনি বিশালের অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বোর্ডের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ দক্ষিণী অভিনেতা বিশালের; অবশেষে মুখ খুলল সিবিএফসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল