এই অফারটির সৌজন্যে আপনি মাত্র ৯৯ টাকা খরচ করেই দেখতে পারবেন আপনার পছন্দের সিনেমা। সূত্রের খবর, মে মাসের ৩১ তারিখের দিনটিকে ‘সিনেমা লাভার্স ডে’ হিসাবে উদযাপন করতে চলেছে পিভিআর আইনক্স। সেই দিনেই এই বিশেষ ছাড়ের সুবিধাটি পাওয়া যাবে।
advertisement
অর্থাৎ, আগামিকাল, শুক্রবারের জন্য এই অফারটি পিভিআর আইনক্সের সমস্ত সিনেমাহলের ক্ষেত্রে বৈধ থাকতে চলেছে। সিনেপ্রেমীরা এই দিনে মাত্র ৯৯ টাকা দিয়ে টিকিট কেটে নিজেদের পছন্দের সিনেমা দেখতে পারবেন।
রেগুলার সিটের জন্য ৯৯ টাকা দামে টিকিটের সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই এই ছাড়ের সুবিধাটি চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ছাড়ের সুবিধা-সহ টিকিট কাটতে ইচ্ছুক ব্যক্তিরা এখনই মাত্র ৯৯ টাকার বিনিময়ে পছন্দের সিনেমার টিকিট বুক করতে পারবেন। তবে শুধুই শুক্রবারের জন্য।
শিলিগুড়ির একটি বেসরকারি শপিং মলে অবস্থিত আইনক্স-এর ম্যানেজার সায়ক পাল বলেন, “সিনেমা ভারতীয় দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। সিনেমার সঙ্গে মানুষের আবেগ জড়িত। আমরা ‘জাতীয় চলচ্চিত্র দিবস’–এর সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘সিনেমা লাভার্স ডে’ উদযাপন করতে চলেছি। এই উদযাপনকে কেন্দ্র করে আমরা এখন থেকেই একটি অতুলনীয় উৎসাহ বোধ করছি। গ্রাহকদের থেকে ভাল সাড়া পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”
অনির্বাণ রায়