Barasat News: বাবার কথায় অভিমান, চিরকুট লিখে বাড়িছাড়া ছোট্ট মেয়ে! পটনা থেকে উদ্ধার ছাত্রী, কী ঘটেছিল সেদিন... অবাক হবেন

Last Updated:

Barasat News: চিরকুটে লেখা ছিল, 'বাবার কথাটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। তাই বাড়ি থেকে চলে যাচ্ছি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরই ফিরে আসব।''

বাবার কথায় অভিমান, চিরকুট লিখে বাড়ি ছাড়ল ছোট মেয়ে! কী ঘটেছিল সেদিন? অবাক হবেন (প্রতীকী ছবি)
বাবার কথায় অভিমান, চিরকুট লিখে বাড়ি ছাড়ল ছোট মেয়ে! কী ঘটেছিল সেদিন? অবাক হবেন (প্রতীকী ছবি)
উত্তর ২৪ পরগনা: বাবার বকুনিতে অভিমান, চিরকুট লিখে বাড়ি ছেড়েছিলেন সপ্তম শ্রেণির ছাত্রী। নিজে প্রতিষ্ঠিত হয়ে তবেই ফিরবেন বাড়িতে, এমনটাই জানিয়ে বাড়ি ছাড়ে সে। বারাসত পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাঠগোলার বাসিন্দা ওই ছাত্রী। অবশেষে ৪৮ ঘণ্টা পর তার খোঁজ মিলল বাড়ি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। বিহারের পটনার দানাপুর থেকে উদ্ধার করা হয় বারাসতের ওই নিখোঁজ ছাত্রীকে।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রী স্থানীয় সারদা শিশুবিহার স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। তার বাবা একটি বেসরকারি সংস্থার ডেলিভারি বয়ের কাজ করেন। কয়েকদিন আগে কাজ থেকে বাড়ি ফিরে তিনি ডেলিভারির টাকার হিসেব নিয়ে বসেছিলেন। ছোট মেয়ে অর্থাৎ উদ্ধার হওয়ার ছাত্রী সেই সময় বাবার সঙ্গে হিসেবে হাত লাগিয়েছিল। পরে মেয়ে চলে গেলে হিসাব মেলানোর শেষে বাবা দেখেন দেড় হাজার টাকা মতো গড়মিল।
advertisement
এরপরই মেয়েকে টাকা ফেরত দিতে বলে। বকুনি দেওয়ার সময় কথাকাটাকটিতে ‘চোর’ বলে ফেলেন। বাবার থেকে একথা শুনেই নাবালিকার মনে আঘাত লাগে। কিন্তু সেই সময় বিষয়টি বাড়ির অন্যান্যদের বুঝতে না দিয়ে পরের দিনই একটি চিরকুট লিখে প্রাইভেট টিউশনের নাম করে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়।
advertisement
advertisement
এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও, বোন বাড়িতে না আসায় চিন্তিত হয়ে পড়েন দিদি। প্রাইভেট টিউটরকে ফোন করে জানতে পারেন বোন পড়তে যায়নি। এরপরই চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।
তারই মাঝে ঘরের সোফায় নিখোঁজ মেয়ের লেখা একটা চিরকুট উদ্ধার করেন পরিবারের লোকজন। চিরকুটে লেখা ছিল, ‘বাবার কথাটা আমি মন থেকে মেনে নিতে পারিনি। তাই বাড়ি থেকে চলে যাচ্ছি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরই ফিরে আসব।”
advertisement
মেয়েকে ফিরে পেতে বারাসত থানার দ্বারস্থ হয় পরিবার। খোঁজখবর শুরু করে পুলিশ। অবশেষে পটনা থেকে উদ্ধার করা হল ছাত্রীকে। যদিও উদ্ধার হওয়ার পর ওই ছাত্রী জানান, নানাভাবে বাবা ধার বাকির কারণে টাকা সরিয়ে অপবাদ দিত তার উপর, তা কোনওভাবেই মেনে নিতে না পেরেই এমন সিদ্ধান্ত। পাশাপাশি বাবা মার মধ্যেও চলত অশান্তি, তার প্রভাবও পড়ত মেয়ের উপর। তাই বাধ্য হয়েই একপ্রকার ঘর ছাড়ে ওই ছাত্রী। যদিও মেয়ের উদ্ধারের খবর পেতেই স্বস্তি নেমেছে ওই পরিবারে। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে সুস্থভাবেই পটনা থেকে ফিরিয়ে আনা হচ্ছে বারাসতের ওই ছাত্রীকে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat News: বাবার কথায় অভিমান, চিরকুট লিখে বাড়িছাড়া ছোট্ট মেয়ে! পটনা থেকে উদ্ধার ছাত্রী, কী ঘটেছিল সেদিন... অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement