ছবি ক্যাপশনে লিখলেন, 'অনেক সাহস করে আমার শরীরের দাগকে জনসমক্ষে এনেছি। একাধিক মানুষ এই দাগ দেখে আঁতকে উঠেছেন। তাঁদের বলেছি, তা হলে ভাবুন, আমি কী সহ্য করেছি। অনেকেই পরামর্শ দিয়েছেন, লেজার ট্রিটমেন্ট করে দাগ সরিয়ে ফেলতে। আমি সরাসরি অস্বীকার করেছি। এই দাগ দেখলে আমার সেই লড়াইয়ের কথা মনে পড়বে। যা আমি জিতে এসেছি। ক্যানসারজয়ী হিসেবে আমি গর্বিত।'
advertisement
রুটিন চেকআপের পর স্তন ক্যানসার শনাক্ত করা হলে তার চিকিৎসা হয়। সম্প্রতি, হাসপাতাল থেকে একাধিক ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন কী ভাবে তিনি এই যুদ্ধে লড়েছেন। অস্ত্রোপচারের পর তিনি বাড়ি ফিরে আসেন। কেমোথেরাপিও চলছে।
আরও পড়ুন: মহিমার রোগের কথা শুনে মন খারাপ ক্যানসারজয়ী সোনালীর, কী ভাবে সাহায্য করবেন তিনি?
মহিমা চৌধুরির ক্যানসারের কথা শুনে ছবি তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, 'মহিমা, তোমার সঙ্গে কোনও ছবিই শেয়ার করিনি কখনও। কখনও ভাবিনি এটা পোস্ট করব। আমি শুধু বলতে চাই, তুমি নিজেকে যেটুকু কৃতিত্ব দাও, তার চেয়েও বেশি সাহসী তুমি। শুধু শরীরের ক্ষতটাই দেখা যায়। কিন্তু ক্যানসারের রোগীরা মনে যে ক্ষত নিয়ে চলেন তা ভিতরেই থেকে যায়। দেখা যায় না। এই যুদ্ধের ক্ষতই তোমায় আরও শক্তিশালী করে তুলবে। ভালবাসা তোমাকে অনেক।'
আরও পড়ুন: পরচুল পরে শ্যুটিং শুরু মহিমার, দেখুন ক্যানসারজয়ী নায়িকার নতুন ভিডিও