নতুন বছরে ছবি দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে দেখা যাচ্ছে, প্রযোজককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন তিনি। পাশে লেখা 'আমার', তারও পাশে জুড়ে দিলেন ভালবাসার চিহ্ন।
তবে কি নিজের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দিলেন তৃপ্তি? 'বুলবুল', 'কালা'র প্রযোজকের সঙ্গে এর আগেও ছবি প্রকাশ্যে এসেছিল। তখন থেকেই বলিপড়ায় কানাঘুষো শুরু হয় নায়িকা-প্রযোজককে নিয়ে।
advertisement
আরও পড়ুন: 'মত্ত অবস্থায় পোস্ট করেননি তো?', প্রেমিকার সঙ্গে কী এমন ভিডিও দিয়ে বসলেন হানি
আরও পড়ুন: বছরের প্রথম দিনে প্রসেনজিতের পরিবারে নতুন সদস্য! খুদেকে ভালবাসায় ভরালেন নায়ক
অনুষ্কা শর্মার ভাই, অর্থাৎ ক্লিন স্লেট ফিল্মস-এর প্রযোজক কর্ণেশ শর্মার সঙ্গে ছবি দিয়ে এবার নিজেই তৃপ্তি নিজের ভালবাসার কথা জানালেন। তবে কি খুব তাড়াতাড়ি বিরাট কোহলির পরিবারের অংশ হতে চলেছেন তৃপ্তি?
এর আগে একটি সাক্ষাৎকারে কর্ণেশ-অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তৃপ্তি বলেন, ''ওঁদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। দু'জনেই খুব পরিশ্রমী। ওঁরাও তো বহিরাগত। কিন্তু মনে কোনও ভয়ডর নেই। আর সেটাই ভাল লাগে। লক্ষ্য খুবই পরিষ্কার। এমন ছবিই বানায় যা তাঁরা নিজেরা বিশ্বাস করেন, তাঁরা এমন গল্প বলেন, যা তাঁরা বিশ্বাস করেন। তাই একজন অভিনেত্রী হিসেবে তাঁদের কাছ থেকে শিখতে চাই।''