আরও পড়ুনঃ বড়পর্দায় অর্পণা সেন-অঞ্জন দত্ত জুটি, উস্কে দিচ্ছে সুচিত্রা সেনের স্মৃতি
তারকা শিল্পীর কলকাতায় আসার খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনায় ভাসছে তিলোত্তমা। ’সামার অফ 69′ সহ নানান জনপ্রিয় গান শোনা গেছে এই শিল্পীর গলায়। এবার কলকাতায় প্রথমবার পা রাখতে চলেছেন ব্রায়ান অ্যাডামস। কনসার্টের অন্যতম উদ্যোক্তা রাজদীপ চক্রবর্তী নিউজ এইট্টিন বাংলাকে জানান, ‘বিশ্ব বিখ্যাত শিল্পী ব্রায়ান অ্যাডামসের কলকাতার সূচি প্রথমে চূড়ান্ত ছিল না। শেষ পর্যন্ত ভারতে কলকাতা দিয়েই তাঁর সংগীতের সফর শুরু করতে চলেছেন ব্রায়ান অ্যাডামস। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়।’ ব্রায়ান অ্যাডামসের কলকাতায় লাইভ শো করার কথা ছড়িয়ে পড়তেই রীতিমতো এখন ব্রায়ান নিয়ে মত্ত তিলোত্তমা।
advertisement
ব্রায়ান অ্যাডামসের ‘সামার অফ 69’ গানকে স্মরণীয় করে রাখতেই অনলাইনে টিকিটের মূল্য ১৯৬৯ টাকা থেকে শুরু হচ্ছে। আয়োজক সংস্থার পক্ষের আগে বিভিন্ন ক্ষেত্রের একাধিক তারকাদের কলকাতায় হাজির করিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন ব্রায়ান অ্যাডামস। বছরের শেষ মাস এবং নতুন বছরের প্রাক্কালে কলকাতায় বিশ্বখ্যাত পপ এবং রক তারকা ব্রায়ানের কলকাতা সফরের অনেক আগে থেকেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে তিলোত্তমা। ব্রায়ান তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি ফের ভারতে আসছি। খুব উত্তেজিত। আসছি আমার ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।’