Ei Raat Tomar Amaar: বড়পর্দায় অর্পণা সেন-অঞ্জন দত্ত জুটি, উস্কে দিচ্ছে সুচিত্রা সেনের স্মৃতি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bengali Film: দুরন্ত দুই অভিনেতা। দু’জনেই দক্ষ পরিচালকও। তাঁরা এবার একসঙ্গে, অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। তাঁদের গল্প শোনার জন্য অপেক্ষায় দর্শক
advertisement
‘এই রাত তোমার আমার’ গানটি ‘দীপ জ্বেলে যাই’ ছবির৷ গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। এই গানটির সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। ‘দ্বীপ জ্বেলে যাই’ ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen) ও বসন্ত চৌধুরী। ছবি এবং এই গান, দুটোই ছিল অত্যন্ত হিট৷ এবার আরও এক দাপুটে জুটি সেই স্মৃতি উস্কে দিতে আসছেন বড় পর্দায়৷
advertisement
অপর্ণা সেনের পরিচালনার যুগান্ত ছবিতে প্রথমবার কাজ করেছিলেন অঞ্জন দত্ত। এরপর তাদের দু’জনকে দেখা যায় সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এক যে ছিল রাজা’-এ। সেই ছবিতে আইনজীবির চরিত্রে ছিলেন দু’জনেই। এবার তাঁরাই অন্য রূপে৷ অঞ্জন দত্ত ও অপর্ণা সেন ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
advertisement
advertisement