TRENDING:

Viral Video: স্কুলের টিফিন ব্রেক না! বিয়ের মঞ্চে 'স্টোন পেপার সিজার' খেললেন বর-কনে, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: ভিডিওটিতে বর ও কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে মালাবদল করার সময় ক্যামেরার সামনে এই সুন্দর মুহূর্তটি তৈরি করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ে না স্কুলের টিফিন ব্রেক? বর-বউকে ঠিক স্কুলের ছোট্ট বাচ্চাটার মতো করে হাতে হাতে তালি মেরে খেলা করতে দেখা যাচ্ছে। ইন্টারনেটে এখন একটাই ভিডিও বারবার ঘুরেফিরে আসছে। বর এবং কনে তাঁদের বিয়ের মন্ডপে দাঁড়িয়ে স্টোন, পেপার, সিজার খেলছে৷ এমনকি আপনাকে একই কাজ করতে প্ররোচিত করতে পারে এই জুটি। দেখুন সেই ভিডিও...
advertisement

ওয়েডিংওয়্যার ইন্ডিয়া, একটি ওয়েডিং ইভেন্ট পরিষেবা, ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছে। পেজটি বিয়ের ভিডিওতে পূর্ণ এবং ইনস্টাগ্রামে ৪.৮ লাখের বেশি ফলোয়ার রয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, "শুধু একটি সুন্দর বরমালা মুহূর্তই নয়, এটি একটি বুদ্ধিদীপ্ত মুহূর্তও।"

আরও পড়ুন: স্বাধীনতা দিবস হয়ে উঠুক ওটিটিময়! এই ৫ সিরিজ আপনার মনে দেশপ্রেম জাগিয়ে তুলবে

advertisement

ভিডিওটিতে বর ও কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে মালাবদল করার সময় ক্যামেরার সামনে এই সুন্দর মুহূর্তটি তৈরি করে। কনে যখন বরের গলায় মালা পরানোর চেষ্টা করে, তখন সে পিছন ফিরে আসে। এবং এখানেই ভিডিওটির সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ শুরু হয়।

আরও পড়ুন: সুর কাঁটাতার বোঝে না! পাকিস্তানি শিল্পীর রুবাবে বেজে উঠল ‘জন গণ মন’, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও

advertisement

এক মিনিটও নষ্ট না করে, কনে প্রথমে মালা পরানোর সিদ্ধান্ত নিতে 'স্টোন পেপার সিজার' খেলার পরামর্শ দেন। কনে বিজয়ী হন এবং প্রথমে বরের গলায় মালা পরিয়ে দেয়। কনে তখন তাঁর নমনীয় দক্ষতা দেখায় এবং বরের পালা হলে ফের তিনি মাল্যদান করেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: স্কুলের টিফিন ব্রেক না! বিয়ের মঞ্চে 'স্টোন পেপার সিজার' খেললেন বর-কনে, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল