Independence Day: সুর কাঁটাতার বোঝে না! পাকিস্তানি শিল্পীর রুবাবে বেজে উঠল ‘জন গণ মন’, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও
- Published by:Aryama Das
Last Updated:
Independence Day: খান যখন সম্প্রীতির ছন্দে গান বাঁধে তখন উভয় দেশের মানুষ যন্ত্রের সৌন্দর্যের প্রশংসা করেছিল
#পাকিস্তান: স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উদযাপনে অমৃত মহোৎসব-এর উদযাপন শুরু করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ আর এদিনেই সীমান্ত পেরিয়ে আসা একটি সুর ইন্টারনেটে সকলের হৃদয় জয় করছে। পাকিস্তানি রাবাব শিল্পী শিয়াল খান। নির্মল পাহাড় এবং সবুজের পটভূমিতে, খান তাঁর রুবাবে ভারতীয় জাতীয় সঙ্গীত জন গণ মন বাজিয়েছিলেন। তিনি তাঁর ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “সীমান্তের ওপারের দর্শকদের জন্য একটি উপহার।"
Here’s a gift for my viewers across the border. 🇵🇰🇮🇳 pic.twitter.com/apEcPN9EnN
— Siyal Khan (@siyaltunes) August 14, 2022
advertisement
খান যখন সম্প্রীতির ছন্দে গান বাঁধে তখন উভয় দেশের মানুষ যন্ত্রের সৌন্দর্যের প্রশংসা করেছিল।
advertisement
এর গে, খান ফানা সিনেমার গানের এক পরিবেশন করেছিলেন। প্রতিভাধর শিল্পী একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তাঁকে জনপ্রিয় গান পাসুরি বাজতে দেখা যায়। কোক স্টুডিও পাকিস্তানের মেগা-হিট গানটি তাঁর বাজনা দিয়ে সকলকে বিমোহিত করেছে। এটি এখনও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। পসুরি এবং মেরে হাত মে ছাড়াও, আইকনিক গান গুলাবি আঁখেও চেষ্টা করেছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: নয়া লুকে ইশান! প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও সাহসিকতাকে সম্মাণ জানিয়ে প্রকাশ্যে এল 'পিপা'-র টিজার
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে মহাকাশ থেকে ভারতের জন্য শুভেচ্ছা ভেসে উঠল। ESA মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ভারতে তাঁর সদয় শুভেচ্ছা পাঠিয়েছেন। তিনি বলেন, “দশকের পর দশক ধরে আন্তর্জাতিক সংস্থাগুলি ISRO-কে অনেকগুলি মহাকাশ এবং বিজ্ঞান মিশনে সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতা আজও অব্যাহত রয়েছে। কারণ ISRO আসন্ন NISAR আর্থ সায়েন্স মিশনের উন্নয়নে কাজ করে যা আমাদের বিপর্যয়গুলি ট্র্যাক করতে এবং আমাদের সম্পর্কে আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে"।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 4:14 PM IST