২০১৫ সালে রাজ চক্রবর্তীর ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'র পর থেকেই বনি বা কৌশানী যেন অবিচ্ছিন্ন। তাঁদের নামও নেওয়া হয় একইসঙ্গে। 'বনি-কৌশানী' বা 'কৌশানী-বনি'। কিন্তু দু'জনের নাম যে সর্বদা একসঙ্গে নেওয়া হয়, তা কি তাঁদের পেশার জন্য ক্ষতিকর? নাকি ভাল?
আরও পড়ুন: বনি যে রাজনৈতিক দলে যোগ দেবে, জানতাম না, খবর পেয়ে ফোন অফ করে কাজে মন দিই: কৌশানী
advertisement
আরও পড়ুন: ‘বেঁটে বর...!' বিয়ের রেশ না কাটতেই স্বামীকে নিয়ে জঘন্য ট্রোল! কী বললেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
নিউজ18 বাংলাকে বনি বললেন, ‘‘একেবারেই ক্ষতিকর নয়। মানুষ যে এখনও আমাদের দেখতে চাইছেন, সে তো ভাল কথা।’’ দু’জনের নাম যুক্ত হয়ে যাওয়ার বিষয়টিকেও বেশ ভাল লাগে যুগলের। সে কথাও স্পষ্ট। বনির কথায়, ‘‘মেয়েরা যেমন বিয়ের পর নাম বদলে নেয়, আমি এখানে যেন নাম পাল্টে ফেলেছি। নাম বনি, আর পদবী যেন কৌশানী।’’
কৌশানীর মস্করা, ‘‘আমার বাবা কত ভেবেচিন্তে মেয়ের রাশভারী একটা নাম রেখেছিলেন। কৌশানী মুখোপাধ্যায়। এখন সেটা কৌশানী বনি হয়ে গিয়েছে।’’
‘ডাল বাটি চুরমা’ (চচ্চড়ি)। নাম শুনেই বোঝা যাচ্ছে, দুই সংস্কৃতির মেলানো মেশানো ভালবাসা। আর এই হাসির, প্রেমের ছবি দিয়েই প্রথম বার প্রযোজক হিসেবে ময়দানে নামছেন বনি-কৌশানী। টলিউডের অন্যতম পাওয়ার কাপল প্রযোজিত এই ছবি মুক্তি পাচ্ছে আগামী মাসের ১৭ তারিখ।