বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত ওরফে বং-গাই বহুবার অভিনেতাদের সঙ্গে তর্কে জড়িয়েছেন ৷ এ আগেও দেব এবং অঙ্কুশ হাজরার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি ৷ এবার বং-গাইয়ের একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ৷
আরও পড়ুন : সন্ধ্যা হলেই কোথায় বেরিয়ে যান দীপঙ্কর দে? দিদি নম্বর ১-এ এসে 'সত্যি' ফাঁস করলেন দোলন!
advertisement
সম্প্রতি, "কাছের মানুষ" ছবির একটি বাসের দৃশ্য নিয়ে কিরণ সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুড়েছেন ৷ তিনি তাঁর পোস্টে টলিউডের দুই তারকাকে ট্যাগ করে লিখেছেন "এটা একমাত্র সিনেমার পর্দায় সম্ভব বাস্তবে এরকম ভাবে বাসে চড়ে দেখাওতো দেখি ৷"
আরও পড়ুন : জ্বর ছিল, কিন্তু হাল ছাড়িনি! মহালয়ায় 'মহিষাসুরমর্দিনী' হয়ে ওঠার গল্প শোনালেন ঋতুপর্ণা
কিরণের এই চ্যালেঞ্জের পাল্টা উত্তরে দেব লিখেছেন "চল ঠিক আছে পরশু দেখা হচ্ছে বাসে ৷ চ্যালেঞ্জ নিবি না ৷"
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎও উত্তর দিয়েছেন বং গাইয়ের পোস্টে ৷ তিনিও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি ৷ বং-গাইয়ের পোস্টের পাল্টা উত্তর দিয়ে লিখেছেন " ঠিকাছে, পরশু দেখা হচ্ছে বাসে ৷ এবার আমাকে আমার মত থাকতে দাও ৷ "
দুই তারকার এই চ্যালেঞ্জ গ্রহণ নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বং-গাই ৷ তিনি লিখিছেন "বদ্দা চ্যালেঞ্জ ওয়ান, টু. এবার থ্রি টাও গ্রহণ করেছে৷" তাঁদের এই চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জেই উত্তাল নেট পাড়া ৷