কিন্তু হঠাৎ কী হল ? নিজের স্ত্রীকে কেন ‘বস’ বলতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ? কোন প্রেক্ষিতেই বা এমন কথা ? সম্প্রতি ভক্তদের কাছে একটু অন্যরূপে ধরা দিয়েছেন এই সুপারহট কাপল ৷ সকলেই জানেন, ফিটনেস নিয়ে বেজায় সচেতন এই দম্পতি ৷ আর সে কারণেই একসঙ্গে ওয়ার্কআউট করতে দেখা গেল লভ বার্ডসকে ৷ এখানেই শেষ নয়, শরীরচর্চার সেই ভিডিও দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ আর সেখানেই অনুষ্কাকে ‘বস’ বললেন বিরাট ৷
advertisement
আরও পড়ুন: এবার থেকে বিরাটের পাকা ঠিকানা হলো দিল্লিই
ভিডিও-তে দেখা যাচ্ছে একসঙ্গে জিম-এ ঘাম ঝরাচ্ছেন দম্পতি ৷ সেই ভিডিও-তেই ক্রিকেটার জানান, শরীরচর্চার ক্ষেত্রে অনুষ্কা হলেন ‘বস’ ৷ বিশেষ করে কার্ডিও এক্সারসাইজের ক্ষেত্রে ৷ ব্যাকগ্রাউন্ডে দেখা যায়, ওয়ার্কআউট করে যাচ্ছেন ‘পরী’র নায়িকা ৷ ভিডিও-তে পোজ দিলেও মন পড়ে রয়েছে শরীরচর্চাতেই ৷
বোঝাই যাচ্ছে, কেন ‘বস’-এর খেতাব জুটেছে তাঁর কপালে ৷
আরও পড়ুন: বিশ্বের ধনী অ্যাথলিটদের তালিকায় ফের বাজিমাত বিরাটের, তাঁর বার্ষিক আয় কত ? দেখে নিন