বিশ্বের ধনী অ্যাথলিটদের তালিকায় ফের বাজিমাত বিরাটের, তাঁর বার্ষিক আয় কত ? দেখে নিন

Last Updated:

বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় প্রথম একশো জনের মধ্যে এবছরও জায়গা করে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

#কলকাতা: বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় প্রথম একশো জনের মধ্যে এবছরও জায়গা করে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ রোজগারের নিরিখে বিশ্বের তাবড় তাবড় অ্যাথলিটদের পিছনে ফেলে দিয়েছেন তিনি ৷ ফোর্বসের ধনীদের তালিকায় একমাত্র ভারতীয় অ্যাথলিটদের মধ্যে বিরাটই রয়েছেন ৷ বছরে রোজগারের বিচারে ভারত অধিনায়ক থেকে এখন পিছিয়ে জকোভিচ-অ্যাগুয়েরোরাও ৷ বিরাটের আয়ের অঙ্ক এখন প্রায় ২৪ মিলিয়ান মার্কিন ডলার ৷ ফোর্বসের তালিকায় ৮৩ নম্বরে রয়েছেন তিনি ৷ ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্কের পরিমাণ ১৬০ কোটি টাকা ৷
আয়ের হিসেবে বিরাটের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন জকোভিচ এবং অ্যাগুয়েরো ৷ তাঁদের দু’জনের আয়ের পরিমাণ বছরে ২৩ মিলিয়ন মার্কিন ডলার ৷ দু’জনেই তাই যু্গ্মভাবে তালিকায় ৮৬ নম্বরে রয়েছেন ৷ ফোর্বসের ধনী অ্যাথলিটদের তালিকায় অবশ্য এবারও সবার উপরে রয়েছেন হেভিওয়েট বক্সার ফ্লয়েড মেওয়েদার ৷ আমেরিকার এই বক্সারের বার্ষিক আয় ভারতীয় টাকার অঙ্কে প্রায় ২ হাজার কোটি টাকা ৷ এবছর অবশ্যএকটা নতুন ঘটনা ঘটেছে এই তালিকায় ৷ ফোর্বসের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় নেই কোনও মহিলা অ্যাথলিটের নাম ৷ গতবছর একমাত্র সেরেনা উইলিয়ামস ছিলেন ১০০ জনের এই তালিকায় ৷
advertisement
ভারত অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা যেমন দিন দিন বেড়ে চলেছে ৷ তেমনি বার্ষিক আয়ের অঙ্কেও অনেকদেরই এখন পিছনে ফেলে দিয়েছেন কোহলি ৷ গত বছর ফোর্বসের এই তালিকায় ৮৯ নম্বরে ছিলেন তিনি ৷ এবছর আরও ৬ ধাপ উপরে উঠে এসেছেন বিরাট ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বের ধনী অ্যাথলিটদের তালিকায় ফের বাজিমাত বিরাটের, তাঁর বার্ষিক আয় কত ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement