বিশ্বের ধনী অ্যাথলিটদের তালিকায় ফের বাজিমাত বিরাটের, তাঁর বার্ষিক আয় কত ? দেখে নিন

Last Updated:

বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় প্রথম একশো জনের মধ্যে এবছরও জায়গা করে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

#কলকাতা: বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় প্রথম একশো জনের মধ্যে এবছরও জায়গা করে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ রোজগারের নিরিখে বিশ্বের তাবড় তাবড় অ্যাথলিটদের পিছনে ফেলে দিয়েছেন তিনি ৷ ফোর্বসের ধনীদের তালিকায় একমাত্র ভারতীয় অ্যাথলিটদের মধ্যে বিরাটই রয়েছেন ৷ বছরে রোজগারের বিচারে ভারত অধিনায়ক থেকে এখন পিছিয়ে জকোভিচ-অ্যাগুয়েরোরাও ৷ বিরাটের আয়ের অঙ্ক এখন প্রায় ২৪ মিলিয়ান মার্কিন ডলার ৷ ফোর্বসের তালিকায় ৮৩ নম্বরে রয়েছেন তিনি ৷ ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্কের পরিমাণ ১৬০ কোটি টাকা ৷
আয়ের হিসেবে বিরাটের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন জকোভিচ এবং অ্যাগুয়েরো ৷ তাঁদের দু’জনের আয়ের পরিমাণ বছরে ২৩ মিলিয়ন মার্কিন ডলার ৷ দু’জনেই তাই যু্গ্মভাবে তালিকায় ৮৬ নম্বরে রয়েছেন ৷ ফোর্বসের ধনী অ্যাথলিটদের তালিকায় অবশ্য এবারও সবার উপরে রয়েছেন হেভিওয়েট বক্সার ফ্লয়েড মেওয়েদার ৷ আমেরিকার এই বক্সারের বার্ষিক আয় ভারতীয় টাকার অঙ্কে প্রায় ২ হাজার কোটি টাকা ৷ এবছর অবশ্যএকটা নতুন ঘটনা ঘটেছে এই তালিকায় ৷ ফোর্বসের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় নেই কোনও মহিলা অ্যাথলিটের নাম ৷ গতবছর একমাত্র সেরেনা উইলিয়ামস ছিলেন ১০০ জনের এই তালিকায় ৷
advertisement
ভারত অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা যেমন দিন দিন বেড়ে চলেছে ৷ তেমনি বার্ষিক আয়ের অঙ্কেও অনেকদেরই এখন পিছনে ফেলে দিয়েছেন কোহলি ৷ গত বছর ফোর্বসের এই তালিকায় ৮৯ নম্বরে ছিলেন তিনি ৷ এবছর আরও ৬ ধাপ উপরে উঠে এসেছেন বিরাট ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বের ধনী অ্যাথলিটদের তালিকায় ফের বাজিমাত বিরাটের, তাঁর বার্ষিক আয় কত ? দেখে নিন
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement