নীতু কাপুর (Neetu Kapoor) ডান্স কে দিওয়ানে জুনিয়ার্সের সেটে শাম্মি কাপুরের হিট গানে গাড়ির ছাদে জবরদস্ত নাচ করেন৷ যা দেখে দর্শকরা অবাক৷ তিনি আরেক বিচারক মর্জি পেস্তানজি -র সঙ্গে ডান্স করেন৷
দেখে নিন সুপার ভাইরাল ভিডিও৷
ভিডিওতে আপনি দেখতে পাবেন নীতু ও মর্জি দুজনে গাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন, গানের সুর বাজতেই শুরু হয়ে গেল ধামাল -কামাল নাচ৷ দুজনে মহম্মদ রফির সুপারহিট গান ‘ও হাসিনা জুলফেবালি জানে জাঁহা’ গানের সুরে নাচছেন৷
আরও পড়ুন -Indian Railways: অগ্নিপথে অগ্নিগর্ভ, দালালদের পোয়াবারো, বাড়ি ফিরতে চেয়ে অসহায় মানুষের দুর্ভোগ
এই গানটি ১৯৬৬-র তিসরি মঞ্জিল ছবির৷ যেখানে শাম্মি কাপুর এবং হেলেন দারুণ পারফর্ম করেছিলেন৷ ভিডিওতে দারুণ নাচছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর৷
নীতু কাপুরের নাচের বলিউডের ভাইরাল ভিডিও দেখে এক ফ্যান লিখেছেন, ‘‘বাধা ভাঙো, নদির মতো বয়ে যাও. এখন আপনার জন্য কোনও নিষেধ নেই নীতু ম্যাম!!’’ আরেক ফ্যান লিখেছেন. ‘‘খুব ভাল , খুব সুন্দর, ডান্সিং কিং ও ডান্সিং কুইন’’, আবার এক ফ্যান লিখেছেন ‘‘নীতুজি আপনাক নাচ অনেক অন্যদের প্রেরণা দেবে৷’’ এই সময়ে অনেকেই ঋষি কাপুরের কথাও মনে করেছেন৷ কেউ লিখেছেন ‘‘মর্জির জায়গায় যদি ঋষি কাপুর হতো তাহলে মজা হত৷’’