TRENDING:

Bollywood Viral Video: সঙ্গী হাঁটুর বয়সী পুরুষ! গাড়ির ছাদে বলিউডি গানে নাচ নীতুর, কী বলতেন ঋষি কাপুর

Last Updated:

এক ফ্যান লিখেছেন, ‘‘বাধা ভাঙো, নদির মতো বয়ে যাও. এখন আপনার জন্য কোনও নিষেধ নেই নীতু ম্যাম!!’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দিওয়ার, ইয়ারানা, দো দুনি চার, ইয়াদো কা বরাত, অমর আকবর অ্যান্টনি, খেল খেল মে -বলিউডে সত্তরের দশকের শেষের দিকে একের পর এক হিট সিনেমার দুষ্টু  মিষ্টি অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor)৷ প্রায় ন বছরের লম্বা ব্রেকের পর একবার ফের বড় পর্দায় ফিরছেন৷ আর সেটায় তিনি ধামাল মাচাবেন৷ অনিল কাপুর, কিয়ারা আদবানি. বরুণ ধাওয়ান, মনীষ পাল সঙ্গে তিনি ‘যুগ যুগ জিও’ (JugJugg Jeeyo) ছবিতে সিলভার স্ক্রিনে আসবেন৷ এই ছবির প্রমোশনের জন্য তিনি জোরকদমে ব্যস্ত৷ ডান্স রিয়েলিটি শো ডান্স কে দিওয়ানে জুনিয়ার্সে তিনি বিচারকের আসনে রয়েছেন৷ সেখানে ফিল্মের প্রমোশনের জন্য পুরো স্টারকাস্ট পৌঁছয়৷
Bollywood Viral Video: Neetu Kapoor dances on o haseena zulfonwali song
Bollywood Viral Video: Neetu Kapoor dances on o haseena zulfonwali song
advertisement

নীতু কাপুর (Neetu Kapoor) ডান্স কে দিওয়ানে জুনিয়ার্সের সেটে শাম্মি কাপুরের হিট গানে গাড়ির ছাদে জবরদস্ত নাচ করেন৷ যা দেখে দর্শকরা অবাক৷ তিনি আরেক বিচারক মর্জি পেস্তানজি -র সঙ্গে ডান্স করেন৷

দেখে নিন সুপার ভাইরাল ভিডিও৷

ভিডিওতে আপনি দেখতে পাবেন নীতু ও মর্জি দুজনে গাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন, গানের সুর বাজতেই শুরু হয়ে গেল ধামাল -কামাল নাচ৷ দুজনে মহম্মদ রফির সুপারহিট গান ‘ও হাসিনা জুলফেবালি জানে জাঁহা’ গানের সুরে নাচছেন৷

advertisement

আরও পড়ুন -Indian Railways: অগ্নিপথে অগ্নিগর্ভ, দালালদের পোয়াবারো, বাড়ি ফিরতে চেয়ে অসহায় মানুষের দুর্ভোগ

এই গানটি ১৯৬৬-র তিসরি মঞ্জিল ছবির৷ যেখানে শাম্মি কাপুর এবং হেলেন দারুণ পারফর্ম করেছিলেন৷ ভিডিওতে দারুণ নাচছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীতু কাপুরের নাচের বলিউডের ভাইরাল ভিডিও দেখে এক ফ্যান লিখেছেন, ‘‘বাধা ভাঙো, নদির মতো বয়ে যাও. এখন আপনার জন্য কোনও নিষেধ নেই নীতু ম্যাম!!’’ আরেক ফ্যান লিখেছেন. ‘‘খুব ভাল , খুব সুন্দর, ডান্সিং কিং ও ডান্সিং কুইন’’, আবার এক ফ্যান লিখেছেন ‘‘নীতুজি আপনাক নাচ অনেক অন্যদের প্রেরণা দেবে৷’’ এই সময়ে অনেকেই ঋষি কাপুরের কথাও মনে করেছেন৷ কেউ লিখেছেন ‘‘মর্জির জায়গায় যদি ঋষি কাপুর হতো তাহলে মজা হত৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Viral Video: সঙ্গী হাঁটুর বয়সী পুরুষ! গাড়ির ছাদে বলিউডি গানে নাচ নীতুর, কী বলতেন ঋষি কাপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল