তবে না, ভয় পাবেন না ৷ এ খবর এ দেশের সিনেপ্রেমীদের জন্য নয় ৷ দেশের সব রাজ্যেই মুক্তি পাবে করিনা, সোনম, স্বরা, শিখা অভিনীত এই ছবি ৷ তবে ‘বীরে...’ নিষিদ্ধ হয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে ৷ আপত্তিকর সংলাপ ও দৃশ্য থাকার জন্য এই ছবি নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে ৷
সংবাদ সংস্থা আইএএনএস-কে সেন্সর বোর্ডের চেয়ারম্যান দনয়াল গিলানি জানান, ছবিতে আপত্তিকর সংলাপ থাকার কারণেই এই ছবিকে পাকিস্তানে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন বোর্ডের সদস্যরা ৷
advertisement
আরও পড়ুন: সাড়ে তিনশো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি, ‘সঞ্জু’ ট্রেলারে সোজাসাপটা সঞ্জু
আগামী ১ জুন মুক্তি পাচ্ছে রিয়া কাপুর ও একতা কাপুর প্রযোজিত ‘বীরে দি ওয়েডিং’ ৷ গার্লস স্কোয়াডের এই ছবিতে নাকি স্বাধীনতার গল্পকেই নতুন আঙ্গিকে দেখানো হয়েছে ৷ ছবিতে নিজের মতো করে বাঁচার মানে শেখাবেন চার দাপুটে নায়িকা ৷
