সাড়ে তিনশো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি, ‘সঞ্জু’ ট্রেলারে সোজাসাপটা সঞ্জু

Last Updated:

কিছুদিন আগে টিজারেই চমক দিয়েছিলেন রাজকুমার হিরানি ৷ ছবির সঞ্জয় দত্ত সেজে গোটা দুনিয়াকে হতবাক করেছিলেন রণবীর কাপুর ৷

#মুম্বই: কিছুদিন আগে টিজারেই চমক দিয়েছিলেন রাজকুমার হিরানি ৷ ছবির সঞ্জয় দত্ত সেজে গোটা দুনিয়াকে হতবাক করেছিলেন রণবীর কাপুর ৷ আর এবার ট্রেলার মুক্তি পেতেই ইন্টারনেটে দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে ‘সঞ্জু’ ছবির ট্রেলার ৷ ট্রেলারের প্রত্যেকটি ফ্রেমে, প্রত্যেকটি সংলাপই যেন পয়সা উশুল ৷ আর এই ছবির ট্রেলারেই উঠে এল সঞ্জয় দত্তের প্রেম, সম্পর্ক ও বিশেষ করে যৌনসম্পর্ক নিয়ে নানা তথ্য ৷ আর শোনা গেল ছবির সঞ্জয় ওরফে রণবীর কাপুরের মুখে ৷
ট্রেলারে দেখা মিলল, সাংবাদিক অনুষ্কা শর্মা সঞ্জুকে প্রশ্ন করে বসলেন, স্ত্রী ছাড়া কতজন মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক ছিল ? সঙ্গে সঙ্গেই সঞ্জুর সোজাসাপটা উত্তর, ‘৩০৮ জন, বরং সুবিধার জন্য ধরে ফেলুন সাড়ে তিনশো ৷ আর এর মধ্যে রয়েছে যৌনকর্মীরাও !’
মুক্তি পেল বহু প্রতিক্ষীত সঞ্জু ছবির ট্রেলার৷ আরও একবার দর্শকদের মন জয় করলেন রাজকুমার হিরানি ও বিধু বিনোধ চোপড়া জুটি৷ টিজারের ঝলকেই মুগ্ধ করেছিলেন রণবীর৷ এবার হল ধমাকা!
advertisement
advertisement
তিনি যে আসল সঞ্জয় নন, এটাই বিশ্বাস করা মুশকিল হচ্ছে৷ বলিউডের বিতর্কিত হিরো সঞ্জয় দত্ত৷ বাবা সুনীল দত্ত, মা নার্গিস৷ ফিল্মি পরিবারে বেড়ে ওঠা৷ তিনি যে বলিউডে হিরো হবেন, সেটা অনেকটাই ঠিক ছিল৷ তবে তারপরের যে ঘটনা তাঁর জীবনে ঘটে সেটাই ছিল আসল স্টোরি৷ সেই কারণেই এই বায়োপিক হয়ে উঠতে চলেছে ইন্টেরেস্টিং! সঞ্জয় দত্তের জীবেনের সব ঘটনাই তুলে ধরা হচ্ছে সঞ্জুতে ছবিতে৷ তিনি হিরো, গল্পের সুপারহিরো৷ তাই তাঁকে নিয়ে উৎসাহ যে থাকবেই, সেটা স্বাভাবিক৷ তবে পরিচালক জানিয়েছেন ছবিতে সঞ্জয় দত্তকে কোনভাবেই মহান প্রমাণ করা হয়নি৷ যা সত্যি তাই দেখানো হয়েছে৷ সঞ্জয় দত্তের অনুমতি নিয়েই৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাড়ে তিনশো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেছি, ‘সঞ্জু’ ট্রেলারে সোজাসাপটা সঞ্জু
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement