TRENDING:

বিয়ে করছেন বরুণ ধাওয়ান! কে সেই পাত্রী!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিয়ে করছেন বরুণ ধাওয়ান। এই খবরেই এখন বি-টাউন মত্ত। যদিও নতুন জেনারেশনের কাছে এই খবর মোটেই সুখের নয়। কারণ সিনামায় আসার পর থেকেই বরুণ সবার হার্টথ্রব হয়ে গিয়েছিলেন। সেই বরুণের বিয়েতে তাঁর ফ্যানেদের মন তো ভাঙবেই। এই বছরের বিয়ে করছেন বরুণ। কিন্তু কাকে? আলিয়ার সঙ্গে এর আগে নাম জড়িয়ে ছিল তাঁর। কিন্তু আলিয়া সে গুড়ে বালি দিয়ে হাত ধরেছেন রণবীর কাপুরের। তাঁরা তো বিয়ে করবেন এমনটা ঘোষণা কজেই দিয়েছেন। তাহলে প্রশ্ন হল বরুণ কার হাত ধরবেন!
advertisement

অনেক দিন ধরেই ভালবাসার সম্পর্কে রয়েছেন বরুণ ও নাতাশা। বরুণ তাঁর প্রেমিকা নাতাশা দালালের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। নাতাশা দালালের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তিনি। চলতি বছর সেই সম্পর্ক আরও একধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরুণ-নাতাশা জুটি। এই বছরের ডিসেম্বর মাসেই নাকি বিয়ে করবেন তাঁরা। এর আগে কফি উইথ করণ-এর শো-তে এসেও বিয়ের আগাম বার্তা দিয়েছিলেন বরুণ। বিয়ের প্ল্যানিং নিয়ে কেউ কিছু বলেননি। তবে বরুণের বিয়েতে যে জাক জমক বেশি হবেই তা নিয়ে কোনও প্রশ্ন থাকতেই পারে না। আপাতত ছবির কাজেই ব্যস্ত বরুণ। ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে কলঙ্ক। সেই ছবি নিয়েই ব্যস্ত তিনি। তবে বলিউডে কিন্তু এরপর একের পর বিয়ে আসতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করছেন বরুণ ধাওয়ান! কে সেই পাত্রী!