TRENDING:

উর্মিলা 'Soft Porn'-এ অভিনয় করেছেন ! কঙ্গনার বক্তব্যের উচিৎ জবাব নেটিজেনদের...

Last Updated:

তবে কঙ্গনাও থেমে থাকার পাত্রী নন৷ তিনিও বলেন যে, সানি লিওনিকে যখন সিনেমাপ্রেমী মানুষ সাদরে গ্রহণ করেছেন, তখন উর্মিলাকে সফট পর্নস্টার বলায় এত কেন আপত্তি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উর্মিলা মার্তন্ডকারকে সফট পর্নস্টার বলে কিছুটা ব্যাকফুটে কঙ্গনা রানাওয়াত৷ তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ছেন বলিউডের কইন! উর্মিলার সম্বন্ধে এমন কথা বলা অত্যন্ত অপমানজনক এবং সেটা মানা যায় না, এমনই বলছেন নেটিজেনরা৷ বাকযুদ্ধ শুরু কয়েকদিন আগেই যখন কঙ্গনাকে উর্মিলা বলেন যে বলিউডের সকলে ড্রাগের নেশা করেন না এবং ড্রাগের আখড়া হল কঙ্গনার নিজের রাজ্য হিমাচল প্রদেশেই৷ মূলত মুম্বই নিয়ে মন্তব্য এবং তারই সঙ্গে বলি তারকাদের মাদক সেবন নিয়ে যেভাবে সরব হয়েছেন কঙ্গনা, তার প্রতিবাদ করেন অভিনেত্রী উর্মিলা৷ কঙ্গনার মতের সরাসরি বিরোধিতা করেন তিনি৷
advertisement

এরপরই কঙ্গনা এক সাক্ষাৎকারে উর্মিলাকে সফট পর্নস্টার বলেন এবং এতেই ক্ষেপে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার বিরুদ্ধে মুখ খোলেন নেটিজেনরা৷ অনেকে বলেন খারাপ কথা বলার থেকে পর্নস্টার হওয়া অনেক সম্মানের৷ আবার কেউ বলেন, সম্মান করলেই সম্মান মেলে, নয়ত নয়৷ অর্থাৎ সকলেই একপ্রকার কঙ্গনার নিন্দে করেন৷

দুই অভিনেত্রীর মধ্যে বিরোধ শুরু হয় যখন 'রঙ্গীলা' অভিনেত্রীর উর্মিলা বলেন, '' কঙ্গনা যখন ড্রাগ সার্কিট নিয়ে এত চিন্তিত, তাহলে লড়াইয়ের শুরুটা তো তাঁর নিজের রাজ্য থেকেই করা উচিত।' তিনি প্রশ্ন তোলেন, '' গোটা দেশ মাদকচক্রের শিকার। কঙ্গনা কি জানেন না, হিমাচলই ড্রাগ ব্যবসার উত্‍সস্থল?'' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, '' দেশের মানুষের আয়করের টাকায় যাঁকে Y ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে, তিনি কেন পুলিশকে মাদকচক্র সম্পর্কে যা-যা জানেন স্পষ্ট করে বলছেন না?''

advertisement

আরও পড়ুন এই বয়সেও করোনা জয় করে শ্যুটিং সেটে অমিতাভ বচ্চন, বললেন 'হ্যাঁ আমি কাজ করি আনন্দে'!

ঊর্মিলা জানান, মুম্বই এবং বলিউড এই দুই-ই তাঁর ভীষণ কাছের, আর এই দুই সম্পর্কেই বিরূপ মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর ভাষায়, '' মুম্বই সবার। যাঁরাই এই শহরকে ভালোবেসেছেন, শহরকে কিছু না কিছু ফিরিয়ে দিয়েছেন, এই শহর তাঁদের সবার। এই শহরের মেয়ে হওয়ায় আমি কখনও তার অপমান সহ্য করব না। কঙ্গনা যা বলেছেন, তা শুধুমাত্র একটা শহর নয়, গোটা রাজ্যের মানুষকেই অপমান করেছে।'' কঙ্গনার বিরুদ্ধে তিনি তোপ দাগেন, '' একজন সারাক্ষণ চিৎকার করে কিছু বলে যাচ্ছেন মানেই এই নয়, তিনি সত্য বলছেন। কেউ কেউ আছেন, যাঁরা সব বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে ভালোবাসেন, নিজেকে অসহায় দেখাতে চান। এই পন্থা যদি কাজে না আসে, তখন নারীত্বের ট্রাম্প কার্ড বের করেন।’

advertisement

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে কঙ্গনাও থেমে থাকার পাত্রী নন৷ তিনিও বলেন যে, সানি লিওনিকে যখন সিনেমাপ্রেমী মানুষ সাদরে গ্রহণ করেছেন, তখন উর্মিলাকে সফট পর্নস্টার বলায় এত কেন আপত্তি? এতে তো কোনও ভাবে কারও সম্মানহানী করেননি তিনি৷ পাল্টা প্রতিক্রিয়া কঙ্গনার৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
উর্মিলা 'Soft Porn'-এ অভিনয় করেছেন ! কঙ্গনার বক্তব্যের উচিৎ জবাব নেটিজেনদের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল