এই বয়সেও করোনা জয় করে শ্যুটিং সেটে অমিতাভ বচ্চন, বললেন 'হ্যাঁ আমি কাজ করি আনন্দে'!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
উল্লেখ্য বেশ কিছুদিন আগে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বিগ বি। বয়স হয়েছে ৭৭, তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ভক্তরা৷
advertisement
advertisement
advertisement
•৭৭ বছরের অভিনেতার পোস্টে ছিল শিশুসুলভ আনন্দ৷ তিনি লেখেন যে হ্যাঁ আমি কাজ করি এবং সেটা খুবই আনন্দের সঙ্গে৷ কিছু কাজ থাকে যাতে খুবই আনন্দ পাওয়া যায়৷ এবং কে বি সি এমনই এক অনুষ্ঠান যেখানে মনের আনন্দে কাজ করি৷ এটাই লিখেছেন বিগ বি৷ তাঁর পোস্ট করা ছবিগুলিতেও ধরা পড়েছে ছেলেমানষী৷ Photo Courtesy: Facebook
advertisement