TRENDING:

Tu Yaheen Hai Song | Shehnaaz Gill Sidharth Shukla: 'আমার মন মানে তুমি এখানেই আছ', প্রয়াত সিদ্ধার্থের জন্য গান গাইলেন শেহনাজ! দেখুন ভিডিও

Last Updated:

গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পর প্রেমিকা শেহনাজ গিলের জীবন যেন একেবারেই থমকে গিয়েছিল (Tu Yaheen Hai Song | Shehnaaz Gill Sidharth Shukla)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পর প্রেমিকা শেহনাজ গিলের জীবন যেন একেবারেই থমকে গিয়েছিল (Tu Yaheen Hai Song | Shehnaaz Gill Sidharth Shukla)। সিদ্ধার্থের শেষকৃত্যের ভিডিওতে দেখা গিয়েছিল, একেবারে ভেঙে পড়েছেন শেহনাজ, চোখের জল যেন বাঁধ মানছিল না তাঁর। সেই থেকে নিজেকে প্রায় দু'মাস একেবারেই অন্তরালে রেখেছিলেন শেহনাজ। অবশেষে শুক্রবার মুক্তি পেল সিদ্ধার্থকে উৎসর্গ করে তাঁর নতুন ভিডিও-গান 'তু ইয়েহি হ্যায়'। অর্থাৎ, তুমি এখানেই আছ (Tu Yaheen Hai Song | Shehnaaz Gill Sidharth Shukla)। গানের লাইনেও বার বার শোনা গিয়েছে, 'আমার মন মানে যে তুমি এখানেই আছ'।
'আমার মন মানে তুমি এখানেই আছ', প্রয়াত সিদ্ধার্থের জন্য গান গাইলেন শেহনাজ! দেখুন ভিডিও
'আমার মন মানে তুমি এখানেই আছ', প্রয়াত সিদ্ধার্থের জন্য গান গাইলেন শেহনাজ! দেখুন ভিডিও
advertisement

আরও পড়ুন: 'তু মেরা হ্যায়', সিদ্ধার্থের মৃত্যুর পরে শেহনাজের প্রথম পোস্ট দেখে আবেগপ্রবণ নেটিজেন

'বিগ বস ১৩'-র ঘরে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল (Tu Yaheen Hai Song | Shehnaaz Gill Sidharth Shukla)। দু'জনের মধ্যে বোঝাপড়া, সম্পর্ক, ঘনিষ্ঠতা সবই ধীরে ধীরে বেড়ে উঠেছিল এই বিগ বসের ঘরেই। বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা, কিন্তু তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল। দর্শক ভালোবেসে তাঁদের 'সিডনাজ' জুটি বলে ডাকত। সেই সিদ্ধার্থ ও শেহনাজের জুটি আচমকাই ভেঙে গেল চিরতরের জন্য। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সিদ্ধার্থ শুক্লা। গানের প্রতিটি ছত্রেই সিদ্ধার্থের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন শেহনাজ।

advertisement

শুক্রবার এই নতুন গানের ভিডিও মুক্তি পেতেই তা দর্শকের মনে সাড়া ফেলেছে। সিডনাজের ভক্তরা আবেগে ভেসে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেরাও পোস্ট করেছেন এই গান। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৫ মিলিয়ন ভিউজ পেয়েছে গানটি। গানের ভিডিওতেও একাধিক বার সিদ্ধার্থ শুক্লাকে দেখা গিয়েছে। বিগ বস ১৩-র পুরনো ক্লিপিং নিয়ে এই গানের ভিডিও তৈরি করা হয়েছে। শেহনাজ নিজেই গেয়েছেন গানটি। গানটি লিখেছেন রাজ রনজোধ। বিদেশের রাস্তায় একা হেঁটে যেন সিদ্ধার্থকেই প্রতি মুহূর্তে অনুভব করছেন শেহনাজ। ভিডিওতে এমনই দৃশ্য দেখানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: প্রয়াত সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের শেষ মিউজিক ভিডিও 'অধুরা', দেখুন প্রথম ঝলক

আরও পড়ুন: সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর এতদিন পর জনসমক্ষে এলেন শেহনাজ গিল, ফিরলেন কাজে! দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভিডিওর একটি জায়গায় দেখানো হয়েছে, শেহনাজকে কাঁদতে দেখে যেন 'সানা' বলে চিৎকার করে ডেকে তাঁর চোখের জল মুছিয়ে দিচ্ছেন সিদ্ধার্থ। তবে পরক্ষণেই সেই ভ্রম ভেঙে যায় শেহনাজের। সিদ্ধার্থ-হীন জীবনে স্মৃতি হাতড়েই যেন বাঁচতে চাইছেন শেহনাজ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tu Yaheen Hai Song | Shehnaaz Gill Sidharth Shukla: 'আমার মন মানে তুমি এখানেই আছ', প্রয়াত সিদ্ধার্থের জন্য গান গাইলেন শেহনাজ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল