সেবছরই ঘোষণা করা হয়েছিল, এ'বছর নভেম্বর মাসের ৩ তারিখ বেঙ্গালুরুতেই 'পিউরিটি অ্যান্ড এক্সপ্রেশন' শোয়ে পারফর্ম করবেন বোল্ড বিউটি। শোয়ের অরগানাইজার 'টাইম ক্রিয়েশন'। অনুষ্ঠানটি হবে শহরের টেক পার্ক-এ। অরগানাইজারদের মতে, এটিই হতে চলেছে শহরের সবথেকে বড় পার্টি।
কিন্তু ফের শোয়ে সানির পারফর্ম্যান্স নিয়ে বিরোধিতা করে কেআরভি। কারণ, সেই এক! সানি লিওনের অনুষ্ঠান মানেই সংস্কৃতির জলাঞ্জলি! তবে, অনেক বাক বিতণ্ডার পর বরফ খানিক গলেছে। আপাতত ঠাণ্ডা হয়েছে কেআরভি। সংস্থার তরফে জানানো হয়েছে, সানি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পুলিশর তরফ থেকেও জানানো হয়েছে, সানি লিওনকে শোয়ে পারফর্ম করার অনুমতি দেওয়া হয়েছে। ৩ তারিখ অনুষ্ঠানটি হবে। তবে অনুষ্ঠানে মদ্যপান নিয়ে অনেক বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন-কী এমন হল ? খোদ ইমরান হাসমি জানালেন, তিনি আর অনস্ক্রিনে চুমু খাবেন না !