TRENDING:

সব সমস্যার সমাধান ! শহর কাঁপাতে আসছেন সানি ! আনন্দে নাচছে বেঙ্গালুরু !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: গত বছর 'নিউ ইয়ার ইভ'-এ বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা ছিল বলিটাউনের 'হট প্রপার্টি' সানি লিওন-এর। কিন্তু সেই শো বাতিল হয়ে যায়। কারণ? কর্ণাটকা রকাশনা ভেডিক(কেআরভি) নামক একটি সংস্থা  অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করে। তাদের মতে, সানি লিওনের 'সাংস্কৃতিক' অনুষ্ঠান আদতে অপসংস্কৃতি ছাড়া আর কিছু নয়। বেঙ্গালুরুর সংস্কৃতির মুখে কালি লেপে দেওয়া!
advertisement

সেবছরই ঘোষণা করা হয়েছিল, এ'বছর নভেম্বর মাসের ৩ তারিখ বেঙ্গালুরুতেই 'পিউরিটি অ্যান্ড এক্সপ্রেশন' শোয়ে পারফর্ম করবেন বোল্ড বিউটি। শোয়ের অরগানাইজার 'টাইম ক্রিয়েশন'। অনুষ্ঠানটি হবে শহরের টেক পার্ক-এ। অরগানাইজারদের মতে, এটিই হতে চলেছে শহরের সবথেকে বড় পার্টি।

কিন্তু ফের শোয়ে সানির পারফর্ম্যান্স নিয়ে বিরোধিতা করে কেআরভি। কারণ, সেই এক! সানি লিওনের অনুষ্ঠান মানেই সংস্কৃতির জলাঞ্জলি! তবে, অনেক বাক বিতণ্ডার পর বরফ খানিক গলেছে। আপাতত ঠাণ্ডা হয়েছে কেআরভি। সংস্থার তরফে জানানো হয়েছে, সানি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পুলিশর তরফ থেকেও জানানো হয়েছে, সানি লিওনকে শোয়ে পারফর্ম করার অনুমতি দেওয়া হয়েছে। ৩ তারিখ অনুষ্ঠানটি হবে। তবে অনুষ্ঠানে মদ্যপান নিয়ে অনেক বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আরও পড়ুন-কী এমন হল ? খোদ ইমরান হাসমি জানালেন, তিনি আর অনস্ক্রিনে চুমু খাবেন না !

বাংলা খবর/ খবর/বিনোদন/
সব সমস্যার সমাধান ! শহর কাঁপাতে আসছেন সানি ! আনন্দে নাচছে বেঙ্গালুরু !