কী এমন হল ? খোদ ইমরান হাসমি জানালেন, তিনি আর অনস্ক্রিনে চুমু খাবেন না !

Last Updated:
#মুম্বই: এ কী হল ? এ যে বেড়াল বলে মাছ খাব না, কাশী যাব! না মানে বলিটাউনের 'সিরিয়াল কিসার' ইমরান হাসমি যদি আচমকা বলেন , অনস্ক্রিনে চুমু খাবেন না, তা হলে তো এই উপমাটাই মাথায় আসবে! কারণ, ইমরান তো ডায়ালগ কম বলতেন, চুমু খেতেন তার চেয়ে ঢের বেশি!
কিন্তু হঠাৎ করেই পর্দায় চুমু খাওয়া বন্ধ করে দিলেন ইমরান।  কিন্তু কেন? ইমরানের চুমু-তে অরুচি? এও বিশ্বাস করা যায়? না রয়েছে অন্য কোনও কারনরয়েছে  ?
অবশেষে সব রহস্যর সমাধান করলেন খোদ ইমরানই! সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানালেন, “এমন অনেক সিনেমা বা শো এখনও হয়, যেখানে প্রয়োজন ছাড়াই চুমুর দৃশ্য ঢোকানো হয়। অনেকে হয়তো ভাবেন, ১৫ বছর আগের মতোই এখনও অনস্ক্রিন চুমু দেখিয়ে দর্শক টানা যাবে। কিন্তু দৃশ্যটা এখন বদলে গিয়েছে। এই প্রজন্মর দর্শক অনেক স্মার্ট, অনেক পরিণত। শুধু চুমু দেখিয়ে তাঁদের আকৃষ্ট করা যায় না।’’
advertisement
advertisement
ইমরান আরও বলেন, আগে জোর করে স্ক্রিপ্টে চুমুর দৃশ্য ঢোকানো হত। নির্মাতারা ভাবতেন, দর্শক তাতে উত্তেজিত হবেন। কিন্তু এখন ফর্মুলা পালটে গিয়েছে। কাজেই, নিজেকেও বদলেছেন অভিনেতা। প্রয়োজন নেই, অথচ জোর করে চুমুর দৃশ্য রয়েছে, এমন প্রজেক্ট তিনি এড়িয়ে চলেন। ছবি বাছাইয়ের সময় জোড় দেন গল্প ও চরিত্রের উপর।
থাক! কী আর করা যাবে! বলিটাউনের 'সিরিয়াল কিসার' এখন 'সিরিয়াস কিসার' গিয়েছেন...
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী এমন হল ? খোদ ইমরান হাসমি জানালেন, তিনি আর অনস্ক্রিনে চুমু খাবেন না !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement