সেই প্রমাণই দিলেন বি-টাউনের ফ্যাশনিস্তা ৷ নিজের বেস্ট ফ্রেন্ড স্বরা ভাস্করের জন্য নাকি বিয়ের ডেটও পিছিয়ে দিয়েছিলেন সোনম কাপুর ৷ হ্যাঁ ঠিকই শুনছেন ৷ মার্চ মাসের ১২ তারিখ নাকি বিয়ের দিন ঠিক হয়েছিল সোনমের ৷ কাপুর পরিবারের পণ্ডিত নিজেই নায়িকার বিয়োর জন্য এই দিনটি বেছে দিয়েছিলেন ৷ কিন্তু সেই দিনেই ছিল স্বরার ভাই ঈশানের বিয়ে ৷ এই কারণেই সোনমের বাবা-মাকে বান্ধবীর বিয়ের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন স্বরা ৷ শুধু তাই নয়, অনুরোধ করেছিলেন পণ্ডিতজিকেও ৷
advertisement
আরও পড়ুন: বন্ধুত্বের ট্যাগ সরিয়ে রুক্মিণী জানিয়ে দিলেন দেবের বাগদত্তা তিনিই
অন্যদিকে চেষ্টা চালাচ্ছিলেন সোনম কাপুরও ৷ ঈশানের বাবা-মা, হবু স্ত্রী এমনকি হবু শ্বশুড়বাড়ির সঙ্গেও কথা বলেছিলেন তিনি ৷ কিন্তু নানা কারণে ঈশানের বিয়ে পিছনো সম্ভব হয়নি ৷
তাই বান্ধবীর ইচ্চের কাছে শেষ পর্যন্ত পরাজিত হতে হয় নায়িকাকে ৷ নিজের বিয়ের তারিখই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ শেষ পর্যন্ত ৮ মে চার হাত এক হয় সোনম কাপুর আর আনন্দ আহুজার ৷