বন্ধুত্বের ট্যাগ সরিয়ে রুক্মিণী জানিয়ে দিলেন দেবের বাগদত্তা তিনিই

Last Updated:
#কলকাতা: এতদিন ধরে বন্ধুত্বের ‘ট্যাগ’ঝোলানো ছিল দেব-রুক্মিণী  মৈত্র’র সম্পর্কে ৷ এবার নিজেরাই সেই ট্যাগটা খুলে ফেললেন ৷ রুক্মিণী স্বীকার করে নিলেন যে, তিনি দেবের বাগদত্তা ৷
আর দেবের ছবিতে তিনি থাকুন আর না থাকুন আর পাঁচটা গার্লফ্রেন্ডের মতো তিনিও তাঁর বয়ফ্রেন্ডের ছায়াসঙ্গীনি হয়েছেন ৷
এমনকী রুক্মিণী  ‘হইচই আনলিমিটেড’-এর প্রোডাকশন মিটিংয়েও হাজির হয়ে গিয়েছিলেন ৷ এই ছবিতে যে তিনি নেই সে খবর আগেই ছড়িয়েছিল ৷ তবুও এই ছবির প্রোডাকশন মিটিংয়ে রুক্মিণীকে দেখে এই ছবির অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তাঁকে বেমালুম জিজ্ঞাসা করে বসেন,‘‘শুনলাম এই ছবিতে তুমি নেই ৷’’এই প্রশ্ন শুনে খানিকটা অপ্রস্তুত রুক্মিণী ৷ ফের রুক্মিণীকে শাশ্বত’র প্রশ্নবাণ, ‘‘প্রোডাকশন মিটিংয়েও ফিয়ন্সে ৷ শেখার আছে ৷ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ?’’
advertisement
advertisement
advertisement
এ বার কিন্তু মুখ খুললেন রুক্মিণী  ৷ অভিনেতাকে তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘তোমার বউ তোমার সঙ্গে প্রিমিয়ারে যায় না?’’অর্থাৎ ভাবটা এমন প্রোডাকশনের মিটিংয়ে তাঁর হাজির থাকাটাও যেন জাস্টিফায়েড ৷ কেননা তিনি প্রোডিউসারের বাগদত্তা ৷ প্রসঙ্গত, ‘হইচই আনলিমিটেড’ ছবিটির প্রোডিউসার অভিনেতা দেবই ৷ আর নায়িকার উত্তর শোনার পর শাশ্বত খানিকটা সমঝে গিয়ে বললেন, ‘‘প্রোডিউসারের ফিয়ন্সে তর্কে যাব না ৷’’
advertisement
advertisement
সামনের পুজোয় আসছেন দেবের প্রোডাকশন হাউজের আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’৷ আর সেই ছবির প্রোমোশনের জন্য এমন অভিনব ভিডিও তৈরি করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব ৷ তবে ছবির প্রোমোশনের জন্য মজার ভিডিও বানানো হলেও সম্পর্ক নিয়ে এমন স্পষ্টভাবে সর্বসমক্ষে কখনও জানাননি দেব ও রুক্মিণী ৷ এই দুই তারকা বলে এসেছেন যে তাঁরা খুব ভা বন্ধু ৷ কিন্তু এই ভিডিও’র দৌলতে জানা গেল যে, রুক্মিনী দেবের ‘ফিয়ন্সে’ অর্থাৎ ‘বাগদত্তা’ ৷
advertisement
advertisement
তাছাড়া সিনেদুনিয়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক সাতপাকে বাঁধা পড়ছেন তারকারা। এ সময় প্রচ্ছন ভাবে জানিয়ে রাখলেন বিয়ে করছেন তাঁরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বন্ধুত্বের ট্যাগ সরিয়ে রুক্মিণী জানিয়ে দিলেন দেবের বাগদত্তা তিনিই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement