বন্ধুত্বের ট্যাগ সরিয়ে রুক্মিণী জানিয়ে দিলেন দেবের বাগদত্তা তিনিই
Last Updated:
#কলকাতা: এতদিন ধরে বন্ধুত্বের ‘ট্যাগ’ঝোলানো ছিল দেব-রুক্মিণী মৈত্র’র সম্পর্কে ৷ এবার নিজেরাই সেই ট্যাগটা খুলে ফেললেন ৷ রুক্মিণী স্বীকার করে নিলেন যে, তিনি দেবের বাগদত্তা ৷
আর দেবের ছবিতে তিনি থাকুন আর না থাকুন আর পাঁচটা গার্লফ্রেন্ডের মতো তিনিও তাঁর বয়ফ্রেন্ডের ছায়াসঙ্গীনি হয়েছেন ৷
এমনকী রুক্মিণী ‘হইচই আনলিমিটেড’-এর প্রোডাকশন মিটিংয়েও হাজির হয়ে গিয়েছিলেন ৷ এই ছবিতে যে তিনি নেই সে খবর আগেই ছড়িয়েছিল ৷ তবুও এই ছবির প্রোডাকশন মিটিংয়ে রুক্মিণীকে দেখে এই ছবির অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তাঁকে বেমালুম জিজ্ঞাসা করে বসেন,‘‘শুনলাম এই ছবিতে তুমি নেই ৷’’এই প্রশ্ন শুনে খানিকটা অপ্রস্তুত রুক্মিণী ৷ ফের রুক্মিণীকে শাশ্বত’র প্রশ্নবাণ, ‘‘প্রোডাকশন মিটিংয়েও ফিয়ন্সে ৷ শেখার আছে ৷ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ?’’
advertisement
advertisement
Get Ready for Unlimited Fun and Dhamaka This Durga Puja 2018. #HoichoiUnlimited Releasing this Durga Puja 2018.@idevadhikari, @aniket9163, @mimichakraborty, @BanPuja, @PriyankaSarkarB, @SudiptaaC, @koneenica, @savvygupta, @devmusiccompany, @DEV_PvtLtd. pic.twitter.com/UVz5Yalbyp
— Dev (@idevadhikari) March 23, 2018
advertisement
এ বার কিন্তু মুখ খুললেন রুক্মিণী ৷ অভিনেতাকে তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘তোমার বউ তোমার সঙ্গে প্রিমিয়ারে যায় না?’’অর্থাৎ ভাবটা এমন প্রোডাকশনের মিটিংয়ে তাঁর হাজির থাকাটাও যেন জাস্টিফায়েড ৷ কেননা তিনি প্রোডিউসারের বাগদত্তা ৷ প্রসঙ্গত, ‘হইচই আনলিমিটেড’ ছবিটির প্রোডিউসার অভিনেতা দেবই ৷ আর নায়িকার উত্তর শোনার পর শাশ্বত খানিকটা সমঝে গিয়ে বললেন, ‘‘প্রোডিউসারের ফিয়ন্সে তর্কে যাব না ৷’’
advertisement
#majorthrowback #CHAAMP #UnreleasedPosterShot #Postershoot #Poster #Debut #MagicOfTheFirsts Night World! A post shared by Rukmini Maitra (@rukminimaitra) on
advertisement
সামনের পুজোয় আসছেন দেবের প্রোডাকশন হাউজের আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’৷ আর সেই ছবির প্রোমোশনের জন্য এমন অভিনব ভিডিও তৈরি করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব ৷ তবে ছবির প্রোমোশনের জন্য মজার ভিডিও বানানো হলেও সম্পর্ক নিয়ে এমন স্পষ্টভাবে সর্বসমক্ষে কখনও জানাননি দেব ও রুক্মিণী ৷ এই দুই তারকা বলে এসেছেন যে তাঁরা খুব ভা বন্ধু ৷ কিন্তু এই ভিডিও’র দৌলতে জানা গেল যে, রুক্মিনী দেবের ‘ফিয়ন্সে’ অর্থাৎ ‘বাগদত্তা’ ৷
advertisement
advertisement
তাছাড়া সিনেদুনিয়ায় এখন বিয়ের মরশুম। একের পর এক সাতপাকে বাঁধা পড়ছেন তারকারা। এ সময় প্রচ্ছন ভাবে জানিয়ে রাখলেন বিয়ে করছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2018 7:27 PM IST