ফ্যাশন নিয়ে তার উপর কোনও কথা হবে না ৷ কিন্তু এবার এই পরিবর্তন কিন্তু ফ্যাশনের জন্য নয় ৷ চরম পেশাদার সোনম চুল কার্ল করালেন তাঁর পরের ছবির জন্য ৷ সোনমের পরবর্তী ছবি, ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর চরিত্রের জন্য নাকি কার্লি চুলই প্রয়োজন নায়িকার ৷ সে কারণেই পার্মানেন্ট কার্ল করালেন চুলে ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেলন সেই ছবি ৷ তবে কার্লি চুলে সোনমকে কেমন দেখতে লাগছে তা অবশ্য দেখা যায়নি ৷
advertisement
আরও পড়ুন: স্ত্রী নেহার জন্মদিনে ভালোবাসায় ভেজা চুম্বন অঙ্গদের
মে মাসেই ঘটা করে বিয়ে করেছেন দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে ৷ তারপর নিয়েছিলেন লম্বা ব্রেক৷ ছুটি কাটাতে জুটিতে উড়ে গিয়েছিলেন টোকিও-তে ৷ হনিমুনের একের পর এক ছবিতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ কোয়ালিটি টাইম একসঙ্গে কাটিয়ে ফের মুম্বইয়ের মাটিতে পা রেখেছেন সোনম আনন্দ আহুজা ৷ বিয়ের ঠিক পরেই মুক্তি পেয়েছিল ‘ভিরে দি ওয়েডিং’ ৷ মোটামুটি ভালই ব্যবসা করেছিল সেই ছবি ৷
সোনমের হাতে পরের ছবি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ৷ এই ছবিতে আবার বাবা অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কাপুর-কন্যা ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজারও ৷ এই ছবির পরেই সোনমের হাতে রয়েছে ‘জোয়া ফ্যাক্টর’ ৷ এই ছবিতে নায়িকার বিপোরীতে দেখা যাবে ডালকুয়ের সালমন ৷ এই ছবিতে অ্যাড এজেন্সির কর্মী হিসেবে অভিনয় করতে দেখা যাবে সোনমকে ৷