স্ত্রী নেহার জন্মদিনে ভালোবাসায় ভেজা চুম্বন অঙ্গদের
Last Updated:
#মুম্বই: গত মে মাসে নেহা ধুপিয়া বদলে হয়ে গিয়েছেন ধুপিয়া বেদি। হ্যাঁ, প্রেমিক অঙ্গদ বেদিকে বিয়ে করে এই নাম নেন তিনি। আর আজ ২৭ আগস্ট তাঁর ৩৮তম জন্মদিন উপলক্ষে নিলেন একটি 'ঘনিষ্ঠ চুম্বন'। আর সেই চুম্বনের ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেন তাঁর স্বামী অঙ্গদ বেদি।
ভালোবাসায় ভেজা সেই ছবিটির ক্যাপশনে অঙ্গদ লেখেন, শুভ জন্মদিন, আমার পৃথিবী। মিসেস ধুপিয়া বেদি।
advertisement
advertisement
জন্মদিনে স্বামীর ভালোবাসায় সিক্ত আবেগাপ্লুত নেহা ছবিটির মন্তব্যের ঘরে লেখেন, ‘ধন্যবাদ, ভালোবাসা আমার। আমার প্রথম জন্মদিন এটা, তোমার স্ত্রী পরিচয়ে।’ যদিও সেই ছবিতে দেখা গিয়েছে, তাঁরা ভালোবাসার মানুষটির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেননি ৷ বরং তাঁদের মধ্যে হাতের আড়াল রেখেছেন ৷ সেই কারণে ভক্তরা বলছেন, ছবিটি নাকি প্রচণ্ড মিষ্টি হয়েছে ৷
advertisement
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী ও বিউটি পিজেন্ট বিজয়ী নেহা ধুপিয়া গত ২০ মে বলিউড ও টেলিভিশন অভিনেতা ও মডেল অঙ্গদ বেদিকে বিয়ে করেন। গত দু’দিন আগে এই কাপল পৃথিবীতে তাঁদের সন্তান আগমনের কথা ঘোষণা করেন।
view commentsLocation :
First Published :
August 27, 2018 1:21 PM IST