TRENDING:

বিরুষ্কার স্টাইলে বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন সোনম-আনন্দ

Last Updated:

সেই বিয়েকে রূপকথার বিয়ের আখ্যা দিয়েছিল বলিউড ৷ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার ইতালির সেই বিয়ে যেন অনেকটা সেই স্বাদই এনে দিয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সেই বিয়েকে রূপকথার বিয়ের আখ্যা দিয়েছিল বলিউড ৷ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার ইতালির সেই বিয়ে যেন অনেকটা সেই স্বাদই এনে দিয়েছিল ৷ দূর দেশে গিয়ে চুপিসাড়ে বিয়ে সারলেও ফ্যানদের ধোঁয়াশায় রাখেননি বেশিক্ষণ ৷ সোশ্যাল মিডিয়ায় একই সঙ্গে বিয়ের দু’টি ক্যানডিড মুহূর্তের ছবি পোস্ট করে অফিসিয়ালি সেই খবর ঘোষণা করেছিলেন তাঁরা ৷ এ বার খানিকটা বিরুষ্কার পথে হাঁটলেন সোনম-আনন্দও ৷
advertisement

আরও পড়ুন: বিয়ের পর বরের সঙ্গে কী করা উচিত? সোনমকে টিপস দিলেন অনুষ্কা

দু’দিন ধরে গ্র্যান্ড মেহন্দি, সঙ্গীতের পর মঙ্গলবার দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ে ৷ আবার রাতে রিসেপশন পার্টি ৷ প্রতিটি মুহূর্তের, প্রতিটি অনুষ্ঠানের ছবিতে একের পর এক ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল ৷ গত তিন দিন ধরে সোনম-আনন্দ কার্যত রাজত্ব করেছেন নেট দুনিয়ায় ৷ তবে এ বারের দু’টো ছবি একেবারেই স্পেশ্যাল ৷ কারণ এই দুই ছবি পোস্ট করেছেন খোদ ‘নায়ক-নায়িকা’ ৷

advertisement

বিয়ের পরের প্রথম ছবি ৷ দু’জনেই পোস্ট করলেন তাঁদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ৷ রোম্যান্টিসিজমে ভরপুর সেই ছবিতে দেখা যাচ্ছে বিয়ের সাজে রয়েছেন দু’জন ৷ চুমু খাচ্ছেন একে অপরের গালে ৷ ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল ৷

আরও পড়ুন: কে এলেন, কে এলেন না ! দেখে নিন সোনমের রিসেপশনের সব ছবি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরুষ্কার স্টাইলে বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন সোনম-আনন্দ