এমনই নানা ঘটনার কারণে আজ আমডাঙা করুণাময়ী কালী মন্দির বিশেষভাবে ভক্তদের মধ্যে জায়গা করে নিয়েছে। প্রতিদিন বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। এবার সেই মায়ের দেখা পেতেই বলিউড গায়ক কুমার শানু এলেন আমডাঙায়। মায়ের কাছে বসে পুজো দেন তিনি। মুহূর্তেই এই বিখ্যাত গায়কের আসার খবর ছড়িয়ে পড়ে চারদিকে।
advertisement
নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয় স্থানীয় থানার তরফে। গায়কের ছবি ফোনবন্দি করতে পাশাপাশি সেলফি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই আবার অটোগ্রাফ নেওয়ার জন্য হামলে পড়েন। গোটা পরিস্থিতি সামাল দিয়ে পুলিশি নিরাপত্তায় গায়ক পুজো দিয়ে ফিরে যান। যদিও যাওয়ার সময় কুমার শানু জানান, তিনি আবারও আসবেন আমডাঙা কালীমন্দিরে।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 4:28 PM IST