TRENDING:

Adnan Sami on Pahalgam Terror Attack: ক্ষত-বিক্ষত পহেলগাঁও! জঙ্গি হানার পর কি এবার ভারত ছাড়তে হবে আদনানকে? পাক মন্ত্রীর কটাক্ষে যা বললেন গায়ক..., তুমুল শোরগোল

Last Updated:

Adnan Sami on Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হানার পর স্তম্ভিত গোটা দেশ৷ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের। তারপর থেকেই একাধিক প্রশ্নের মুখে পড়েছেন বলিউডের বিখ্যাত গায়ক আদনান সামি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গরম পড়তে না পড়তেই কাশ্মীরের যাওয়ার তোড়জোড় শুরু হয় ভ্রমণপ্রেমীদের। এপ্রিল ও মে মাসে ভরা মরশুম থাকে মূলত। আর সেই কারণেই ভ্রমণপিপাষু বাঙালি ছুটে যান ভুস্বর্গ কাশ্মীরে। তেমনটাই হয়েছিল এবারও৷ তারপরেই মুহূর্তে সব লণ্ডভণ্ড৷পহেলগাঁও জঙ্গি হানার পর স্তম্ভিত গোটা দেশ৷ ইতিমধ্যেই গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার। শুধু তাই নয়, এরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের। তারপর থেকেই একাধিক প্রশ্নের মুখে পড়েছেন বলিউডের বিখ্যাত গায়ক আদনান সামি৷
News18
News18
advertisement

পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন গায়ক আদনান সামিকে৷ তবে তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নন৷ ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার তীব্র সমালোচনা করেছেন গায়ক আদনান সামি৷ পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত সরকারের পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশের পরই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফওয়াদ হুসেন প্রশ্ন তোলেন ‘আদনান সামির কী হবে? তিনি ভারত ছাড়বেন না?’ আদনানকে নিয়ে এই প্রশ্ন উঠতেই গায়ক লেখেন- সত্যিটা এই অশিক্ষিতদের কে বোঝাবে? পাশাপাশি একটি হাসিমুখের ইমোজিও জুড়ে দেন আদনান৷ তবে এখানেই শেষ নয়, অন্য এক নিন্দুক তাকে পাকিস্তানি চর বলেও দাবি করেন৷

advertisement

আরও পড়ুন-গমের আটার সঙ্গে মেশান এক চিমটি, গলগলিয়ে বেরবে পেটের নোংরা ময়লা, ডায়াবেটিসের যম! খেলেই তরতরিয়ে কমবে সুগার

ফওয়াদ একটি পোস্টে লেখেন- আদনান সামিকে দেখে মনে হচ্ছে বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেছে ওর৷ দ্রুত আরোগ্য কামনা করি৷ একসময় আদনানের প্রচুর ওজন ছিল৷ তবে বছর খানেক আগে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন তিনি৷ কিন্তু আদনান পাল্টা জবাবে বলেছেন, আপনি এতটাই বোকা যে, এটা আপনার মাথায় ঢুকবে না৷ আমি জন্মসূত্রে লাহোরের মানুষ নই, আমি পেশোয়ারের৷ আপনি নাকি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন, অথচ তথ্য সম্পর্কে কোন ধারণাই নেই আপনার৷ আমার নাকি হাওয়া বেরিয়ে গিয়েছে, আর আপনি এখনও একটা বেলুনই আছেন৷

advertisement

বর্তমানে বলিউড নিজের জায়গা করে নিয়েছেন গায়ক৷ ২০১৬ সালের ডিসেম্বরে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয় আদনান সামিকে , কারণ তিনি ইংল্যান্ডে পাকিস্তানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শিক্ষিত হন।এবং দেশ ছাড়ার কথা বলতেই চটে যান গায়ক৷ উল্লেখ্য,মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলায় যেখানে ২৬ জনকে গুলি করে হত্যা করা হয়। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এই ঘটনাটিকে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন-কলকাতায় ঝমঝমিয়ে শুরু…! ৫০ কিমি বেগে ঝড়, তুমুল বৃষ্টি, ঘনঘন বজ্রপাত, ৩ জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট

আদনান সামি ভারতীয় সঙ্গীত শিল্পে উল্লেখযোগ্য কাজ করেছেন, গত কয়েক দশক ধরে অসংখ্য হিট গান পরিবেশন করেছেন। তার জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে “লিফ্ট কারা দে”, “কভি তো নজর মিলাও”, “লাকি: নো টাইম ফর লাভ” (২০০৫) ছবির “সান জারা” এবং “বজরঙ্গি ভাইজান” (২০১৫) ছবির “ভার দো ঝোলি মেরি”। তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম, “তেরা চেহরা”, ২০০২ সালের অক্টোবরে প্রকাশিত হয়। তিনি অমিতাভ বচ্চন অভিনীত “কভি নাহি” এর মতো আরও অসংখ্য হিট ছবিতেও অবদান রেখেছেন এবং “লাকি: নো টাইম ফর লাভ”, “ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে”, “ধামাল”, “১৯২০” এবং আরও অনেক ছবির জন্য সঙ্গীত রচনা করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Adnan Sami on Pahalgam Terror Attack: ক্ষত-বিক্ষত পহেলগাঁও! জঙ্গি হানার পর কি এবার ভারত ছাড়তে হবে আদনানকে? পাক মন্ত্রীর কটাক্ষে যা বললেন গায়ক..., তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল