'তু ইয়াহা হ্যায়' নামে এই মিউজিক ভিডিওটি আগামী কাল অর্থাৎ২৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে। পোস্টারটি শেয়ার করে একটি আবেগপ্রবণ ক্য়াপশনও দিয়েছেন। মিউজিক ভিডিওর ট্যাগলাইনে লেখা, "সিদ্ধার্থ শুক্লাকে আমার উৎসর্গ।" ক্যাপশনে শেহনাজ লিখেছেন, "তু মেরা হ্যায়....।" বিগবস-এর ঘর থেকে ঘনিষ্ঠতা শুরু হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের। শোয়ের মধ্যেই শেহনাজ সিদ্ধার্থকে (Sidharth Shukla) জানিয়েছিলেন তাঁর ভালোবাসার কথা। বিগবসের ঘরেও সিদ্ধার্থের উদ্দেশে শেহনাজকে (Shehnaaz Gill) একাধিকবার "তু মেরা হ্যায়" এই কথাটি বলতে শোনা গিয়েছে। বিভিন্ন ভিডিও ক্লিপসও ভাইরাল হয়েছিল। আর তাই আজকের পোস্টারেও সেই কথাই আবার বললেন শেহনাজ।
advertisement
আরও পড়ুন- আরিয়ান জামিন পেতেই শাহরুখকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তারকারা
এই পোস্টে শেহনাজকে (Shehnaaz Gill) মন শক্ত রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেটিজেনরা। সিদ্ধার্থের (Sidharth Shukla) মৃত্যুর পরে লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শেহনাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে দিলজিৎ দোসনজের সঙ্গে তাঁর ছবি 'রাখ হঁসলা'। সেই ছবির প্রচারের জন্য ক্যামেরার সামনে এসেছিলেন কয়েকবার। প্রসঙ্গত, বিগ বস ১৩-য় তাঁর ও শেহনাজ গিলের রসায়ন পছন্দ ছিল দর্শকদের। বিগ বস (Bigg Boss 13) থেকে বেরিয়েও দুজনের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তাঁরা। দর্শকদের একসঙ্গে সিদনাজ নামেও ডাকা হতো। সিদ্ধার্থ ও শেহনাজের লাভ স্টোরি নিয়েও একটি ছবি তৈরি হয়েছিল। 'সিলসিলা সিদনাজ কা' নামে সেই ছবি ভুট-এ মুক্তি পায়।