কোভিড প্রোটোকলের (COVID19 protocal in Cinema) কথা মাথায় রেখে কোথায় এবং কীভাবে সল্লু মিঞার ভক্তরা ছবিটি দেখতে পারবেন তা নিয়ে দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সালমান খানের 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' জিপ্লেক্সে (Zee Plex Radhe release) দেখা যাবে। ছবিটি বৃহস্পতিবার (১৩ মে) দুপুর বারোটায় ( 12 noon release of Radhe)অনলাইনে প্রচারিত হবে।
advertisement
তবে এমনিতে অনলাইনে এই ছবিটি দেখা যাবে না, এটির জন্য অর্থ ব্যয় করতে হবে। এই ছবিটি (Pay Per View) পে পার ভিউ অনুসারে চলবে। অর্থাৎ দর্শকদের ছবিটি অনলাইনে দেখার জন্য ২৪৯ টাকা দিতে হবে। যা সিনেমা হলেও দিতে হত৷ সেক্ষেত্রে হলে বা মাল্টিপ্লেক্সে এই ছবি রিলিজ হলে, আরও বেশি হত টিকিটের দাম৷ একে ইদ তারপর ইদ স্পেশ্যাল ভাইজানের ছবি বলে কথা৷
আরও পড়ুন Rekha Imran Affair: রেখার সঙ্গে গোপন প্রেম ছিল ইমরানের? কে দিয়েছিলেন বিয়েতে বাধা?
ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেব। ছবিটিতে সালমান খানের পাশাপাশি রয়েছেন দিশা পাটনি, রণদীপ হুডা, বিগ বসের খ্যাত গৌতম গুলতি ও জ্যাকি শ্রফ অভিনয় করেছেন। ছবিতে সালমান খানকে এমন একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে যিনি ড্রাগ মাফিয়াকে খতম করবেন।
'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' এর অ্যাকশন, কমিডি, নাটক এবং সঙ্গীত, সব মিলিয়ে এটি একটি জবরদস্ত বাণিজ্যিক ছবি। ছবিতে সালমান খানের নাম রাধে, যা তাঁর ২০০৯ সালের ছবিতেও ছিল।