ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে রিয়া লেখেন, "আমার মনে হয় কিছু গুজব ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে আমি বিগবসে অংশ নিচ্ছি। আমি শুধু স্পষ্ট করে বলতে চাই যে এটা সত্যি নয়। আমি বিগবসের অংশ নই।"
এমনকি এ খবরও ছড়িয়েছিল যে, বিগবস নির্মাতারা রিয়াকে বড় অঙ্কের অর্থ দিতেও প্রস্তুত। এই পরিমাণ পারিশ্রমিক নাকি বিগবসের ইতিহাসে সবচেয়ে বেশি। খবর ছড়ায় যে প্রতি সপ্তাহের জন্য ৩৫ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি রিয়া। তাই আরও বড় অঙ্ক দিতে প্রস্তুত। অবশেষে সেসব জল্পনায় নিজেই জল ঢাললেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া (Rhea Chakraborty)।
advertisement
প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন তিনি। কারণ সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করছিল নেটিজেন। ঘটনায় মাদকযোগ বড় আকার নেওয়ার পরে গ্রেফতারও হন অভিনেত্রী। বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তিনি। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পরেও তিনি দূরেই থাকছিলেন সোশ্যাল মিডিয়ায়। চেহরে ছবির মাধ্যমে দর্শকদের কাছে ফিরেছেন এবং ইদানিং সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় থাকছেন।
আরও পড়ুন- দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া! ছবি শেয়ার করে সুখবর দিলেন অঙ্গদ
মুক্তি পেয়েছে রুমি জাফরি পরিচালিত ছবি চেহরে। এই ছবিতে অভিনয় করেছেন রিয়া (Rhea Chakraborty)। এছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমিও। ছবিটি নিয়ে আলোচনাও কম হয়নি।
আৰও পড়ুন- বিগবসে আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন সলমন! ১১ বছরে কত টাকা বেড়েছে অভিনেতার