TRENDING:

বাঙালি Parambrata না বলিউড স্টার Ranbir Kapoor দাদা-র বায়োপিক নিয়ে সরগরম!

Last Updated:

বলিউডে জোর খবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে জোর চর্চা কে অভিনয় করবেন..

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিন কয়েক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly biopic) নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে৷ এমনিতেই বলিউডে বেশ কয়েকটি ক্রীড়াবিদদের নিয়ে বায়োপিক হয়েছে৷ তারমধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) নিয়ে বানানো ছবি, এছাড়া মিলখা সিংকে নিয়ে বানানো ছবিও বেশ মন কেড়েছিল দর্শকদের৷ এছাড়া মেরি কম, সাইনা নেহওয়াল, মহম্মদ আজহারউদ্দিনকে (Mohammad Azharuddin)  নিয়েও বায়োপিক হয়েছে৷ ছবিতে কে মুখ্য চরিত্রে অভিনয় করেন এটা অনেক সময়েই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বায়োপিকের ক্ষেত্রে৷ সৌরভের বায়োপিক হলে রণবীর কাপুর (Rabir Kapoor)  না পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) নিয়ে নেটদুনিয়া উত্তাল৷
 who will play sourav ganguly in his biopic -Photo- File
who will play sourav ganguly in his biopic -Photo- File
advertisement

আরও পড়ুন- IPL 2021: CSK vs MI ম্যাচের Weather Update, প্লেয়ারদের জ্বালাবে মরুশহরের আবহাওয়া

বড় ব্যানারেই আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly biopic) ৷ এই খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে জোর চর্চা৷ সকলেরই প্রশ্ন দাদার চরিত্রে কে অভিনয় করলে ভালো মানাবে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সাক্ষাৎকারে জানিয়েছেন রণবীর কাপুর তাঁর চরিত্রে অভিনয় করলে ভালো হবে৷ এদিকে ফিল্মবোদ্ধাদের দাবি পরমব্রত চট্টোপাধ্যায় বায়োপিকের জন্য ভালো বিকল্প৷

advertisement

আরও পড়ুন - CSK vs MI: Virat-Dhoni কোন পিছনে পড়ে রয়েছেন, আজ ‘এই’ কাজ করলে Rohit-র যা হবে!

১৩ জুলাই চিত্র পরিচালক লভ রঞ্জন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly biopic) ঘোষণা করেছিলেন৷ কিন্তু এখনও লিড রোলের জন্য অভিনেতা নির্বাচন হয়নি৷ সূত্রের খবর রণবীর কাপুর কিম্বা হৃতিক রোশন এই রোল করতে পারেন৷

advertisement

ranbir kapoor or prarambrata chatterjee who will play sourav ganguly in his biopic fans divided

এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয় তাঁর বায়োপিকের জন্য তাঁর কাকে পছন্দ, তখন তিনি উত্তর দেন , এটা ক্রিয়েটিভ কল৷ অর্থাৎ যাঁরা সিনেমা বানাবেন তাঁর কাকে তাঁর জায়গায় ভাবছেন এটা তাঁদের ভাবনার৷ তবে তিনি নিজের বায়োপিকের জন্য রণবীর কাপুরকে তাঁর চরিত্রে ভালো লাগবে৷ এদিকে দাদা ফ্যানরা চাইছেন বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করুন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

দাদা -র বায়োপিক তৈরির আগে থেকেই চলচ্চিত্রটি ঘিরে ফ্যানদের মধ্যে উন্মাদনা তৈরি হয়ে গেছে৷ এখন দেখার দাদা-র পছন্দ নাকি বাঙালিদের পছন্দ কোনটা মেলে পরিচালকের পছন্দের সঙ্গে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাঙালি Parambrata না বলিউড স্টার Ranbir Kapoor দাদা-র বায়োপিক নিয়ে সরগরম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল