CSK vs MI: Virat-Dhoni কোন পিছনে পড়ে রয়েছেন, আজ ‘এই’ কাজ করলে Rohit-র যা হবে!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় পর্ব আর কিছুক্ষণ বাদেই শুরু৷ মুম্বই বনাম সিএসকে (MI vs CSK) ম্যাচের আগে এক অভাবনীয় কীর্তির সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা (Rohit Sharma)৷
#দুবাই: আইপিএল ২০২১-র দ্বিতীয়ভাগে (IPL 2021 2nd Phase) আজ অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে৷ প্রথম ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK) ৷ এই ম্যাচে একটি বিশেষ রেকর্ডে দিকে নজর থাকবে রোহিত শর্মার (Rohit Sharma)৷ তিনি টি টোয়েন্টিতে ৪০০ ছক্কা হাঁকানোর মুখে দাঁড়িয়ে রয়েছেন৷ এখনও অবধি ৩৫০ টি টোয়েন্টিতে ৩৯৭ টি ছয় মেরেছেন৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৩ টি ছক্কা মারলেই ৪০০ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যান হবেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) আর সিএসকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এই ছক্কার বিষয়ে রোহিত শর্মার (Rohit Sharma) ধারেকাছেও নেই৷
টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের পক্ষে কেবল ৪ ক্রিকেটার ৩০০ বা তার বেশি ছক্কা মেরেছেন৷ এই লিস্টে রোহিত শর্মার পর দ্বিতীয় নাম সুরেশ রায়নার৷ রায়না ৩৩১ টি ম্যাচে ৩২৪ টি ছক্কা মেরেছেন৷ রায়নার পর তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ৷ কোহলি ৩১১ টি ম্যাচে ৩১৫ টি ছয় মেরেছেন৷ এরপর মহেন্দ্র সিং ধোনি রয়েছেন৷ নিজের তুফানি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত মাহি ৩৩৮ ম্যাচে মোট ৩০৩ ছক্কা হাঁকিয়েছেন৷
advertisement
আরও পড়ুন - Met Gala 2021: Madonna-র যৌবন মাখা মেয়ের শরীরে বোল্ড পোশাক, তবে দর্শকদের নজর আটকালো বাহুমূলে!
advertisement
টি টোয়েন্টি-তে সবচেয়ে বেশি ছক্কার রয়েছে ক্রিস গেইলের
রোহিত (Rohit Sharma) যদি চেন্নাইয়ের (MI vs CSK) বিরুদ্ধে ৩ টি ছক্কা মারতে পারেন তাহলে টি টোয়েন্টিতে ৪০০-র বেশি ছক্কা মারা সপ্তম ক্রিকেটার হবেন৷ টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ওয়েস্টইন্ডিজের ক্রিস গেইল৷ তিনি ৪৪৬ ম্যাচে ১০৪২ টি ছয় মেরেছেন৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্টইন্ডিজের কায়রন পোলার্ড রয়েছেন৷ ৫৬১ ম্যাচে তিনি ৭৫৫ ছয় মেরেছেন৷ এরপর রয়েছেন আন্দ্রে রাসেল৷ তিনি ৩৭৯ টি ম্যাচে ৫০৯ ছক্কা হাঁকিয়েছেন৷
advertisement
রোহিত আইপিএলে ২২৪ টি ছয় মেরেছেন
রোহিত শর্মার কথা বললে তিনি ৩৯৭ টি ছক্কা মেরেছেন ২২৪ টি ছয় মেরেছেন৷ আইপিএলে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও রয়েছে ক্রিস গেইলের নামে৷ গেইল লিগ ম্যাচে ৩৫৭ টি ছক্কা মারার নজির রয়েছে৷ দ্বিতীয় স্থানে আরসিবি -র এবি ডিভিলিয়ার্স রয়েছেন৷ ১৭৬ ম্যাচে ২৪৫ টি ছক্কা মেরেছে৷ রোহিত শর্মা -র নাম এরপর আসে, সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি -র৷ তিনি আইপিএলে ২১১ ম্যাচে ২১৭ ছক্কা মারার কৃতিত্ব রয়েছে৷
Location :
First Published :
September 19, 2021 12:18 PM IST