CSK vs MI: Virat-Dhoni কোন পিছনে পড়ে রয়েছেন, আজ ‘এই’ কাজ করলে Rohit-র যা হবে!

Last Updated:

আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় পর্ব আর কিছুক্ষণ বাদেই শুরু৷ মুম্বই বনাম সিএসকে (MI vs CSK) ম্যাচের আগে এক অভাবনীয় কীর্তির সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা (Rohit Sharma)৷

csk vs mi:  rohit sharma only 3 sixes away from creating different record he is ahead of virat kohli and ms dhoni- (Rohit Sharma Instagram)
csk vs mi: rohit sharma only 3 sixes away from creating different record he is ahead of virat kohli and ms dhoni- (Rohit Sharma Instagram)
#দুবাই: আইপিএল ২০২১-র দ্বিতীয়ভাগে (IPL 2021 2nd Phase)  আজ অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে৷  প্রথম ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK) ৷ এই ম্যাচে একটি বিশেষ রেকর্ডে  দিকে নজর থাকবে রোহিত শর্মার (Rohit Sharma)৷ তিনি টি টোয়েন্টিতে ৪০০ ছক্কা হাঁকানোর মুখে দাঁড়িয়ে রয়েছেন৷ এখনও অবধি ৩৫০ টি টোয়েন্টিতে ৩৯৭ টি ছয় মেরেছেন৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৩ টি ছক্কা মারলেই ৪০০ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যান হবেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি  (Virat Kohli)  আর সিএসকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এই ছক্কার বিষয়ে রোহিত শর্মার (Rohit Sharma) ধারেকাছেও নেই৷
টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের পক্ষে কেবল ৪ ক্রিকেটার ৩০০ বা তার বেশি ছক্কা মেরেছেন৷ এই লিস্টে রোহিত শর্মার পর দ্বিতীয় নাম সুরেশ রায়নার৷ রায়না ৩৩১ টি ম্যাচে ৩২৪ টি ছক্কা মেরেছেন৷ রায়নার পর তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি  (Virat Kohli) ৷ কোহলি ৩১১ টি ম্যাচে ৩১৫ টি ছয় মেরেছেন৷ এরপর মহেন্দ্র সিং ধোনি রয়েছেন৷ নিজের তুফানি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত মাহি ৩৩৮ ম্যাচে মোট ৩০৩ ছক্কা হাঁকিয়েছেন৷
advertisement
advertisement
টি টোয়েন্টি-তে সবচেয়ে বেশি ছক্কার রয়েছে ক্রিস গেইলের
রোহিত (Rohit Sharma) যদি চেন্নাইয়ের (MI vs CSK)  বিরুদ্ধে ৩ টি ছক্কা মারতে পারেন তাহলে টি টোয়েন্টিতে ৪০০-র বেশি ছক্কা মারা সপ্তম ক্রিকেটার হবেন৷ টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ওয়েস্টইন্ডিজের ক্রিস গেইল৷ তিনি ৪৪৬ ম্যাচে ১০৪২ টি ছয় মেরেছেন৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্টইন্ডিজের কায়রন পোলার্ড রয়েছেন৷ ৫৬১ ম্যাচে তিনি ৭৫৫ ছয় মেরেছেন৷ এরপর রয়েছেন আন্দ্রে রাসেল৷ তিনি ৩৭৯ টি ম্যাচে ৫০৯ ছক্কা হাঁকিয়েছেন৷
advertisement
রোহিত আইপিএলে ২২৪ টি ছয় মেরেছেন
রোহিত শর্মার কথা বললে তিনি ৩৯৭ টি ছক্কা মেরেছেন ২২৪ টি ছয় মেরেছেন৷ আইপিএলে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও রয়েছে ক্রিস গেইলের নামে৷ গেইল লিগ ম্যাচে ৩৫৭ টি ছক্কা মারার নজির রয়েছে৷ দ্বিতীয় স্থানে আরসিবি -র এবি ডিভিলিয়ার্স রয়েছেন৷ ১৭৬ ম্যাচে ২৪৫ টি ছক্কা মেরেছে৷ রোহিত শর্মা -র নাম এরপর আসে, সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি -র৷ তিনি আইপিএলে ২১১ ম্যাচে ২১৭ ছক্কা মারার কৃতিত্ব রয়েছে৷
বাংলা খবর/ খবর/IPL/
CSK vs MI: Virat-Dhoni কোন পিছনে পড়ে রয়েছেন, আজ ‘এই’ কাজ করলে Rohit-র যা হবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement