IPL 2021: Anushka Sharma-র থেকে কোন অনুপ্রেরণা নিচ্ছেন Virat Kohli

Last Updated:

আইপিএল ২০২১ -র (IPL 2021) আগে কোহলির (Virat Kohli) এক অন্য রূপ...

#: আইপিএল ২০২১  (IPL 2021) দরজায় কড়া নাড়ছে৷ তার আগে বিরাট কোহলি (Virat Kohli)  নতুন করে অনুষ্কা (Anushka Sharma) বন্দনায় মাতলেন৷ ভাবছেন ব্যাপারটা কি? না এর সঙ্গে ক্রিকেট মাঠের সরাসরি কোনও যোগাযোগ নেই৷ বিরাট কোহলির (Virat Kohli)  সাফ কথা তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) তাঁকে অনুপ্রাণিত করেন৷
রিপোর্ট অনুযায়ি বিরাট কোহলি ফাউন্ডেশন ১৪ সেপ্টেম্বর মুম্বইয়ের মলাডে রাস্তার পশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র খুলেছে৷ কোহলি জানিয়েছেন মুম্বইতে দুটি পথ পশুদের জন্য আবাসন খুলেছেন৷ এই দুটি বিবাল্ডিজ ও আওয়াজের সহযোগিতায় হয়েছে৷
বিরাট এই পুরো কর্মকাণ্ডের জন্য অনুষ্কাকে কৃতিত্ব দিয়েছেন৷ তিনি জানিয়েছেন অনুষ্কা সব সময় এই ধরণের কাজে পাশে থাকে৷ যেকোনও ভালো কাজ করেন ও কাজ করতে অনুপ্রাণিত করেন৷ অনুষ্কা শর্মা নিজেও পশুদের নিয়ে উদার চিন্তাভাবনার প্রকাশ স্পষ্টতই করে থাকেন৷ তিনি এই ভাবনাচিন্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন৷ এও বলা হয়েছে পুনর্বাসন কেন্দ্রে আহত ও ভবঘুরে জানোয়ারদের চিকিৎসা করানো হবে৷ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই কেন্দ্রে তাঁদের সবরকমের যত্ন নেওয়া হবে৷
advertisement
advertisement
এই কাজ করার জন্য বিরাট কোহলি ফের একবার নিজের স্ত্রী অনুষ্কা শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি পরিষ্কার বলেছেন অনুষ্কা সবসময়েই তাঁকে প্রেরণা যোগান৷
advertisement
বিরাট কোহলি (Virat Kohli) বলেছেন, ‘‘জীব জন্তুদের কল্যাণের জন্য অনুষ্কার মনোযোগ প্রশংসা করি৷ আর আমি ওঁর থেকে প্রেরণা নিয়েছি৷ এটা আমাদের স্বপ্ন আমাদের শহরে রাস্তার পশুদের জন্য একটি সুরক্ষিত জায়গা বানিয়েছি৷  আমরা উৎসাহী যে এই কেন্দ্র তৈরি৷ এর হাত ধরে বড় বদলের আশা করি৷ ’’
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এই মুহূর্তে নিজের মেয়ে ভামিকার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন৷ বিরাট কোহলি আইপিএল ২০২১  (IPL 2021) রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) অধিনায়ক৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বের খেলা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের  (KKR) বিরুদ্ধে৷ এই ম্যাচ হবে ২০ সেপ্টেম্বর৷ আরসিবি এই মুহূর্তে নীল কিটসে খেলবেন৷ যা ফ্রন্টলাইন ওয়ার্কারদের পিপিই কিটের সঙ্গে মেলে৷
advertisement
করোনার বিরুদ্ধে লড়াইতে সবার আগে থাকেন ফ্রন্ট ওয়ার্কাররা৷  তাই তাঁদের ধন্যবাদ দেওয়ার জন্য কোহলির দলের এই মাত্র চিন্তাভাবনা৷ ক্রিকেটারদের জার্সির নম্বর ও বিশেষ বার্তা দেওয়া থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: Anushka Sharma-র থেকে কোন অনুপ্রেরণা নিচ্ছেন Virat Kohli
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement