IPL 2021: Anushka Sharma-র থেকে কোন অনুপ্রেরণা নিচ্ছেন Virat Kohli
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২১ -র (IPL 2021) আগে কোহলির (Virat Kohli) এক অন্য রূপ...
#: আইপিএল ২০২১ (IPL 2021) দরজায় কড়া নাড়ছে৷ তার আগে বিরাট কোহলি (Virat Kohli) নতুন করে অনুষ্কা (Anushka Sharma) বন্দনায় মাতলেন৷ ভাবছেন ব্যাপারটা কি? না এর সঙ্গে ক্রিকেট মাঠের সরাসরি কোনও যোগাযোগ নেই৷ বিরাট কোহলির (Virat Kohli) সাফ কথা তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) তাঁকে অনুপ্রাণিত করেন৷
রিপোর্ট অনুযায়ি বিরাট কোহলি ফাউন্ডেশন ১৪ সেপ্টেম্বর মুম্বইয়ের মলাডে রাস্তার পশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র খুলেছে৷ কোহলি জানিয়েছেন মুম্বইতে দুটি পথ পশুদের জন্য আবাসন খুলেছেন৷ এই দুটি বিবাল্ডিজ ও আওয়াজের সহযোগিতায় হয়েছে৷
বিরাট এই পুরো কর্মকাণ্ডের জন্য অনুষ্কাকে কৃতিত্ব দিয়েছেন৷ তিনি জানিয়েছেন অনুষ্কা সব সময় এই ধরণের কাজে পাশে থাকে৷ যেকোনও ভালো কাজ করেন ও কাজ করতে অনুপ্রাণিত করেন৷ অনুষ্কা শর্মা নিজেও পশুদের নিয়ে উদার চিন্তাভাবনার প্রকাশ স্পষ্টতই করে থাকেন৷ তিনি এই ভাবনাচিন্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন৷ এও বলা হয়েছে পুনর্বাসন কেন্দ্রে আহত ও ভবঘুরে জানোয়ারদের চিকিৎসা করানো হবে৷ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই কেন্দ্রে তাঁদের সবরকমের যত্ন নেওয়া হবে৷
advertisement
advertisement
এই কাজ করার জন্য বিরাট কোহলি ফের একবার নিজের স্ত্রী অনুষ্কা শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি পরিষ্কার বলেছেন অনুষ্কা সবসময়েই তাঁকে প্রেরণা যোগান৷
We are proud to announce that after months of hard work, our Trauma & Rehab Centre for Stray Animals in association with Vivaldis & Awaaz is now ready for operations. The Malad centre will treat injured stray animals & provide them with medical support#VKF #AllLivesMatter pic.twitter.com/Vwvlg8fNKe
— Virat Kohli (@imVkohli) September 14, 2021
advertisement
বিরাট কোহলি (Virat Kohli) বলেছেন, ‘‘জীব জন্তুদের কল্যাণের জন্য অনুষ্কার মনোযোগ প্রশংসা করি৷ আর আমি ওঁর থেকে প্রেরণা নিয়েছি৷ এটা আমাদের স্বপ্ন আমাদের শহরে রাস্তার পশুদের জন্য একটি সুরক্ষিত জায়গা বানিয়েছি৷ আমরা উৎসাহী যে এই কেন্দ্র তৈরি৷ এর হাত ধরে বড় বদলের আশা করি৷ ’’
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এই মুহূর্তে নিজের মেয়ে ভামিকার সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন৷ বিরাট কোহলি আইপিএল ২০২১ (IPL 2021) রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) অধিনায়ক৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বের খেলা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে৷ এই ম্যাচ হবে ২০ সেপ্টেম্বর৷ আরসিবি এই মুহূর্তে নীল কিটসে খেলবেন৷ যা ফ্রন্টলাইন ওয়ার্কারদের পিপিই কিটের সঙ্গে মেলে৷
advertisement
করোনার বিরুদ্ধে লড়াইতে সবার আগে থাকেন ফ্রন্ট ওয়ার্কাররা৷ তাই তাঁদের ধন্যবাদ দেওয়ার জন্য কোহলির দলের এই মাত্র চিন্তাভাবনা৷ ক্রিকেটারদের জার্সির নম্বর ও বিশেষ বার্তা দেওয়া থাকবে৷
view commentsLocation :
First Published :
September 15, 2021 2:59 PM IST

