TRENDING:

নিকের হাত ধরে ছুটি কাটাতে গোয়া চললেন প্রিয়াঙ্কা, সঙ্গী কে ?

Last Updated:

দেশ-বিদেশ সবই হল ৷ এবার ছুটি কাটাতে বয়ফ্রেন্ডকে নিয়ে গোয়ায় চললেন দেশি গার্ল ৷ এই বৃষ্টির মরশুমে, প্রিয় মানুষের সঙ্গে গোয়ার সমুদ্র সৈকতে একান্তে কোয়ালিটি টাইম কাটানোর থেকে ভাল আর কী হতে পারে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশ-বিদেশ সবই হল ৷ এবার ছুটি কাটাতে বয়ফ্রেন্ডকে নিয়ে গোয়ায় চললেন দেশি গার্ল ৷ এই বৃষ্টির মরশুমে, প্রিয় মানুষের সঙ্গে গোয়ার সমুদ্র সৈকতে একান্তে কোয়ালিটি টাইম কাটানোর থেকে ভাল আর কী হতে পারে ?
advertisement

১০ বছরের ছোট গায়ক-অভিনেতা বয়ফ্রেন্ড নিক জোনসকে নিয়ে সদ্যই মুম্বই ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ প্রধান উদ্দেশ্য ছিল মা মধু চোপড়ার সঙ্গে হবু স্বামীর আলাপ করিয়ে দেওয়া ৷ সেই পর্ব মিটে গিয়েছে ৷ এমনকী মুম্বইয়ের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের সঙ্গেও নিকের পরিচয় করিয়ে দিয়েছেন পিগি চপস ৷ এবার একটু একলা হওার পালা ৷ তাই ডেস্টিনেশন গোয়া ৷

advertisement

আরও পড়ুন: ২০ বছর পর আবার মঞ্চে ঝড় তুললেন রেখা, দেখুন সেই ভিডিও

দিদির সঙ্গে যাচ্ছেন বোন পরিনীতিও ৷

তবে ছুটি কাটাতে একা যাচ্ছেন না প্রিয়াঙ্কা-নিক ৷ সঙ্গে নাকি যাচ্ছেন  ভাই সিদ্ধার্থ চোপড়া ও বোন পরিনীতি চোপড়াও ৷ শোনা যাচ্ছে, তিন দিনের অবসর কাটিয়ে ফের মুম্বই ফিরে আসবেন তাঁরা ৷ গোয়াতে নাকি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ লাইভ কনসার্টে যোগ দেবেন যুগলে ৷ বন্ধুদের সঙ্গে ইয়ট রাইডেও যাওয়ার কথা নিক-প্রিয়াঙ্কার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া বাবা-মায়েদের আবারও নতুন করে বাড়ছে কদর সন্তানের কাছে!
আরও দেখুন

আরও পড়ুন: হবু জামাইকে পছন্দ হল ? নিকের সঙ্গে দেখা করার কী বললেন প্রিয়াঙ্কার মা ?

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিকের হাত ধরে ছুটি কাটাতে গোয়া চললেন প্রিয়াঙ্কা, সঙ্গী কে ?