২০ বছর পর আবার মঞ্চে ঝড় তুললেন রেখা, দেখুন সেই ভিডিও
Last Updated:
তিনি চার্ম, তিনি লাস্য, তিনি মোহময়ী, তিনি রেখা ৷ ৬৩ বছরেও যাঁর টুকরো ইশারাই দর্শক হৃদয়ে আগুন জ্বালাতে যথেষ্ট ৷ ২০ বছর পর আবার মঞ্চে সেই আগুনই দেখা গেল ৷
#ব্যাংকক: তিনি চার্ম, তিনি লাস্য, তিনি মোহময়ী, তিনি রেখা ৷ ৬৩ বছরেও যাঁর টুকরো ইশারাই দর্শক হৃদয়ে আগুন জ্বালাতে যথেষ্ট ৷ ২০ বছর পর আবার মঞ্চে সেই আগুনই দেখা গেল ৷
ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে তখন পিন ফেলার নৈশব্দ ৷ ‘আইফা’ (ইন্টারন্যশনাল ইন্ডিান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড)-র অনুষ্ঠান শেষের দিকে ৷ তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা মঞ্চ কাঁপিয়ে গিয়েছেন ইতিমধ্যেই ৷ সবার শেষে এলেন তিনি ৷ দর্শকরা তখন ডুব দিয়েছেন নস্ট্যালজিয়ায় ৷ দু’দশক পরেও সেই জাদুতে আঁচড় পরেনি এতটুকু ৷ যেন এলেন, দেখলেন, জয় করলেন ৷
advertisement
advertisement
‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’র ‘সলাম-এ-ইশক’ গানটি বেছে নিয়েছিলেন রেখা ৷ হালকা গোলাপি রঙের আনারকলিতে সেজেছিলেন অভিনেত্রী ৷ পোশাকের রুপোলী জরির ঝকমকানিও তাঁর পায়ের বোলের চাঞ্চল্যের কাছে হার মেনে যায় ৷
বিশ্বাস না হলে ভিডিওতে দেখে নিন নিজের চোখেই -
advertisement
The very evergreen #Rekha ji performed at the IIFA stage after 20 long years and we couldn't be more honoured to have her.#IIFA2018 pic.twitter.com/UllPd5JH22
— IIFA Awards (@IIFA) June 24, 2018
Location :
First Published :
June 25, 2018 11:45 AM IST