TRENDING:

নিক-প্রিয়াঙ্কা সম্পর্ক, সাবধানবাণী দিয়ে মুখ খুললেন নিকের প্রাক্তন বান্ধবী

Last Updated:

রোকা শেষে এখন মার্কিন মুলুকে কোয়ালিটি সময় কাটাচ্ছেন নিক জোনস আর প্রিয়াঙ্কা চোপড়া ৷ ইউ এস ওপেনের গ্যালারি থেকে ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: সদ্যই দেশি গার্লের সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে বিদেশি পাত্রের ৷ রোকা শেষে এখন মার্কিন মুলুকে কোয়ালিটি সময় কাটাচ্ছেন নিক জোনস আর প্রিয়াঙ্কা চোপড়া ৷ ইউ এস ওপেনের গ্যালারি থেকে ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement

তবে অতীত পিছু ছাড়ছে না নিকের ৷ নিক-প্রিয়াঙ্কা সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন নিকের প্রাক্তন বান্ধবী অলিভিয়া কুলপো ৷ ২০১৩ থেকে মডেল অলিভিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিকের ৷ ইউ এস ওপেনে গিয়ে প্রকাশ্যে চুম্বন করে সাড়া ফেলে দিয়েছিলেন তাঁরা ৷ তবে সেই প্রেম টিকেছিল মাত্র ২ বছর ৷ ২০১৫-তে ভেঙে গিয়েছিল অলিভিয়া-নিক সম্পর্ক৷

advertisement

আরও পড়ুন: ‘হম দিল দে চুকে সনম’-এর ১১ বছর পর ফের সঞ্জয় লীলা বনশালির ছবিতে সলমন খান !

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সম্প্রতি ‘পিপল’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অলিভিয়া বলেন, ‘‘দু’বছর দারুণ সময় কাটিয়েছি আমরা ৷ প্রিয়াঙ্কাকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি ৷ তবে কাজটা কঠিন ৷’’ তবে অলিভিয়া এটাও বলেন, ‘‘আমি মনে করি, যে কোনও সময় যে কেউ তাঁর সঠিক ভালবাসাকে খুঁজে পেতে পারেন ৷ বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে, কারণ এখানে সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়াটা বেশ কঠিন ৷ ট্যাক রেকর্ড ঘেঁটে দেখা যাবে, এখানে অনেক কিছুই হয়, কিন্তু কিছু ঘটে না ৷ নিকের জন্য আমি খুবই খুশি ৷আশা করি ওঁরা ভালবাসা আর আনন্দ খুঁজে পাবে ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নিক-প্রিয়াঙ্কা সম্পর্ক, সাবধানবাণী দিয়ে মুখ খুললেন নিকের প্রাক্তন বান্ধবী