কিন্তু এবার তাঁর গলাতেই দুঃখ ৷ কারণ, ছবিতে অভিনয় করার জন্য তাঁকে নাকি কোনও পরিচালক ডাকেনই না ৷ কিন্তু কেন ? কারণও খুঁজে বের করেছেন মিলিন্দ ৷ বলেছেন, বলিউডে তাঁর নেটওয়ার্ক তেমন জোকালো নয়, সেই কারণেই কোনও কাজ পাননা তিনি ৷
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝগড়া অর্জুন-আলিয়ার, কিন্তু কেন?
advertisement
সম্প্রতি সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমন বলেন, ‘‘এটাই সত্যি কথা যে কেউ আমাকে কাস্ট করার কথা ভাবেন না ৷ আমি জানি না কেন, এমনটা হয় ৷ আমি কিন্তু অভিনয় করতে ভালবাসি ৷ পাশাপাশি, সবাই বলেন অ্যাকটিংয়ে ভাল টাকাও আছে ৷ ’’
‘মেড ইন ইন্ডিয়া’র ভিডিওতে দেখা গিয়েছিল মিলিন্দকে ৷ তার আগে ‘ভেজা ফ্রাই’, ‘দ্রাবিড়’, ‘বাজিরাও মস্তানি’, ‘সেফ’-এ অভিনয় করেছেন তিনি ৷ সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন ৷ পাশাপাশি ‘ক্যাপ্টেন ভম’ ‘নূরজাহান’, ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি-৩’ টিভি শোগুলিতেও দেখা গিয়েছিল তাঁকে ৷
তারপরেও কেন পর্দায় এত কম দেখা যাচ্ছে তাঁকে ? উত্তরে মিলিন্দ বলেন, ‘‘মনে হয় সকলে আমাকে মেনস্ট্রিম অভিনয়ে দেখতে অভ্যস্ত নয় ৷ শহুরে মানুষরা তাও কিছুটা পরিচিত ৷ এমনকী কমার্শিয়াল ছবির সঙ্গে যুক্ত কারও সঙ্গে আমার যোগাযোগ নেই ৷ আসলে যে কোনও বিজনেসেই কিন্তু নেটওয়ার্কটা গুরুত্বপূর্ণ ৷’ মিলিন্দের ছবি দেখার অভ্যাসটাও বেশ কম ৷ বছরে মাত্র ৩টি ছবি দেখেন তিনি ৷ সোমনের ধারণা সেই কারণেও হয়তো নতুন পরিচালক, প্রযোজকদের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে ওঠে না ৷