TRENDING:

Manike Mage Hithe Singer Yohani Coming India: 'মানিকে মাগে হিথে' গায়িকা ইয়োহানি ভারতে আসছেন, কবে কোথায় তাঁর অনুষ্ঠান? জানুন

Last Updated:

এই বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া গায়িকা ইয়োহানি ডি' সিলভাই এবার ভারতে আসতে চলেছেন (Manike Mage Hithe Singer Yohani Coming India)। (Yohani De Silva) (Manike Mange Hithe)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং একটি গান। কোনও বাংলা গান নয়। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, স্প্যানিশ কোনওটাই নয়। আসমুদ্রহিমাচল এখন মেতেছে শ্রীলংকার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে। ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি ডি' সিলভার (Yohani De Silva) 'মানিকে মাগে হিথে' (Manike Mange Hithe) এই গানটি এখনও পর্যন্ত শোনেননি, এমন নেটিজেন খুঁজে পাওয়া দুষ্কর।
advertisement

এই বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া গায়িকা ইয়োহানি ডি' সিলভাই এবার ভারতে আসতে চলেছেন (Manike Mage Hithe Singer Yohani Coming India)। তাঁর সুরের জাদুতে ভাসবে হায়দরাবাদ ও গুরুগ্রাম (Manike Mage Hithe Singer Yohani Coming India)৷ নিজেই একথা জানিয়ে সিংহলি কন্যা জানিয়েছেন, ভারতে আসার সুযোগ পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত (Manike Mage Hithe Singer Yohani Coming India)৷ ইয়োহানি মিউজিক নামে ইনস্টাগ্রােম তাঁর পেজে একটি টিজার শেয়ার করেছেন গায়িকা। সেখানেই জানিয়েছেন, কবে কোথায় তাঁর পারফরম্যান্স রয়েছে। এমনকী বুক মাই শো থেকে টিকিট পাওয়া যাবে তাও জানানো হয়েছে।

advertisement

আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রামে ও ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করবেন ইয়োহানি ডি' সিলভা৷ এই খবর নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে গায়িকা লিখেছেন, 'আমি সবসময় ভারতে পারফর্ম করতে চাইতাম৷ আর আজ বিশ্বাস করতে পারছি না যে এটা হতে চলেছে৷ মানিকে মাগে হিথে যে ভালোবাসা পেয়েছে, তাতে আমি উচ্ছ্বসিত৷'

ইয়োহানির ইনস্টাগ্রাম পোস্ট।

advertisement

ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ট্যুইটার, যেটাই খুলুন না কেন, এই গানটিই শুনতে পাবেন। চোখের সামনে ভেসে উঠবে ছোট ছোট করে ছাঁটা রঙিন চুলের এক কন্যের মুখ। মিষ্টি মেয়ের গলার মিষ্টি সুর এবং ততোধিক মিষ্টি মুখের হাসি দেখলেই যেন নেটিজেনের মন ভরে ওঠে। কাজেই ভাষা দুর্বোধ্য হলেও এই গান একেবারে শ্রোতার অন্তরে গিয়ে ছুঁয়েছে। এবার ভারতেই সেই ইয়োহানিকে সামনে থেকে দেখে তাঁর গানের জাদুতে মুগ্ধ হতে পারবেন দর্শক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

আরও পড়ুন: গান তো শুনেছেন, ভাইরাল গান 'মানিকে মাগে হিতে'-র বাংলা অর্থ জানেন কি?

বাংলা খবর/ খবর/বিনোদন/
Manike Mage Hithe Singer Yohani Coming India: 'মানিকে মাগে হিথে' গায়িকা ইয়োহানি ভারতে আসছেন, কবে কোথায় তাঁর অনুষ্ঠান? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল