TRENDING:

মায়ের কথায়, নিজের গাল থেকে দাড়ি টেনে ছিঁড়ে ফেললেন কার্তিক আরিয়ান ! দেখুন ভিডিও

Last Updated:

নিজের গাল থেকে দাড়ি টেনে ছিঁড়ে মাকে দিয়ে দিলেন কার্তিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এই ভিডিও দেখলে চমকে উঠবেন। করোনা ভাইরাসের জন্য দেশে লকডাউন চলছে। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই গৃহবন্দি। এই অবস্থায় বাড়িতে আটকে রয়েছেন বলিউড স্টার কার্তিক আরিয়ানও। বাড়িতে থেকে এ কি করলেন তিনি ! মাথা ঠিক আছে তো !
advertisement

লকডাউনে কার্তিকের মা তাঁকে বলছেন, শাড়িটা দে। কার্তিক পাশে রাখা শাড়ি মাকে দিয়ে দেন। এরপর মা গাড়ি চান। খেলনা গাড়ি। যা রাখা ছিল কার্তিকের পাশেই। কিন্তু গাড়ি দিতে গিয়ে কার্তিক মাকে দিয়ে বসলেন দাড়ি দিয়ে বসলেন তিনি। নিজের গাল থেকে দাড়ি টেনে ছিঁড়ে মাকে দিয়ে দিলেন কার্তিক। এই গোটা ভিডিওটা যদিও মজা করেই বানিয়েছেন কার্তিক। এবং বোঝা যাচ্ছ কাট শটে তৈরি এই ভিডিও। তবে মজার ভিডিও দেখে লকডাউনে ফ্যানেদের মন ভরে গিয়েছে। ভিডিও শেয়ার করে কার্তিক লিখেছেন, 'ঠিক সময়ে ঠিক খেলে দিল মা।" আসলে লকডাউনে মায়ের আদেশে দাড়ি কাটতে হয়েছে তাঁকে। এই ভিডিওতে সেটাই মজা করে বুঝিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
মায়ের কথায়, নিজের গাল থেকে দাড়ি টেনে ছিঁড়ে ফেললেন কার্তিক আরিয়ান ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল