জ্যাকি শ্রফের বাবা (Jackie Shroff's father) ছিলেন একজন জ্যোতিষ (astrologer)
জ্যাকিকে তাঁর বাবা বলেছিলেন যে আজ খুব খারাপ কিছু হবে৷ এতে অভিনেতা নিজের ভাইকে (Jackie Shroff's brother) সামলে থাকতে পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু ভবিতব্যকে কে হঠাতে পারে৷ জ্যাকি-র ভাই সেইদিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন৷ অভিনেতা টুইঙ্কেলের ট্বিক ইন্ডিয়া-র প্ল্যাটফর্মে দেওয়া ইন্টারভিউতে এই বিষয়ে জানিয়েছেন৷
advertisement
আরও পড়ুন - ’83’ Box Office Collection: বক্স অফিসে কেমন ব্যাটিং রণবীর-দীপিকার ৮৩-র, কামাই হল কত
জ্যাকি শ্রফ (Jackie Shroff) ভাইকে জানিয়েছিলেন , আজ খারাপ দিন এই জন্যে ঘরের বাইরে না বেরোতে৷ জ্যাকি শ্রফের ভাই সেঞ্চুরি মিলসে কাজ করতে যেতেন৷ অভিনেতা ভাইকে বলেছেন, ‘‘আজ চাক্কি না যেতে৷ তিনি ভাইয়ের কথা শুনে যাননি৷ কিন্তু সমুদ্রে কেউ একজন ডুবে যাচ্ছিলেন তাঁকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেন এবং মারা যান৷ ’’
আরও পড়ুন - Hardik Pandya Wife Pregnant Again: ফের কি প্রেগন্যান্ট নাতাশা স্ট্যানকোভিচ, হার্দিকের ছবিতে জোর গসিপ
জ্যাকিকে নিয়ে নিজের পিতার (Jackie Shroff's father) ভবিষ্যত বাণী সত্যি হল
জ্যাকি শ্রফ (Jackie Shroff) এরপর বলেন, ‘‘বাবা বলেছিলেন দিনটা খারাপ দিন, সেদিনই ভাইয়ের মৃত্যু হল৷ আমাকে বলেছিলেন অভিনেতা হব, আমি অভিনেতা হয়ে গেলাম৷ ’’ জ্যাকি শ্রফ বলেছিলেন তাঁর বাবা অম্বানি পরিবারকে নিয়ে ভবিষ্যত বাণী করেছিলেন, সেটাও সত্যি হয়৷
টুইঙ্কল খান্না জ্যাকি শ্রফের ইংরাজি হাবভাবের প্রশংসা করেন
জ্যাকি শ্রফের সঙ্গে সাক্ষাৎকারে টুইঙ্কল খান্না তাঁর ইংরাজি হাবভাবের প্রশংসা করেন৷ অভিনেতা জানিয়েছেন তিনি মুম্বইতে বড় হয়েছেন৷ জ্যাকি বলেন সেখানের স্থানীয় মানুষ এই ভাষাতেই কথা বলেন৷ জ্যাকি শ্রফ ক্লাস ১১ অবধি পড়াশুনো করেছেন৷ অভিনেতা জানিয়েছেন তিনি অভিজ্ঞতা থেকে শিখেছেন৷ তিনি মন দিয়ে শোনেন এবং ছবি দেখেন৷ তিনি মার্কিন অভিনেতার ইংরাজিকেই শিক্ষক মেনেছিলেন৷