সকলকে জানান, তিনি পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত ৷ তাঁর ক্যানসার তৃতীয় স্তরে পৌঁছে গিয়েছে ৷ ফলে আর ১-২ বছর হয়তে বাঁচবেন তিনি ৷ শুধু তাই নয়, ওই বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমি তেমন কারও ফোন ধরতে চাই না যাঁরা আমাকে প্রতি নিয়ত আমার অসুস্থতার কথা মনে করিয়ে দেবে ৷ যাঁরা আমাকে বুঝিয়ে দেবে যে আমি আর বেশিদিন বাঁচব না ৷ এমনকী যাঁরা আমাকে সহানুভূতি দেখাতে চান তাঁদের সঙ্গেও যোগাযোগ রাখব না আমি ৷ আমি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই যাঁপা আমাকে আগের মতোই সমালোচনা করবে, ঘৃণা করবে, অথবা ভালবাসবে ৷ এবং একজন সাধারণ মানুষের মতো আমাকে ট্রিট করবে ৷’’
advertisement
আরও পড়ুন:সলমনের জেল, কত কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে পারে বলিউড?
এর পাশাপাশি নিজের জীবনের দু’টো শেষ ইচ্ছার কথাও জানিয়েছেন কেআরকে ৷ ওই বিবৃতিতে তিনি জানান, একটা ‘এ’ গ্রেড ছবি প্রযোজনা করতে চান তিনি এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চান ৷
আরও পড়ুন:৫ বছরের জেল সলমনের, আদালতেই কেঁদে ফেললেন বোন আলভিরা
এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেআরকে ৷ শ্রেয়স তলপাড়ে, সোনাক্ষী সিংহ, সানি লিওন- কার সঙ্গে না টুইটারে তাঁর বাগযুদ্ধ চলেছে! সোনাক্ষী তো তাঁকে টেনে থাপ্পড় মারার হুমকিও দিয়েছেন। গত বছর ট্যুইটারে আমির খানের সিক্রেট সুপারস্টার ছবির শেষ দৃশ্য ফাঁস করে দিয়েছিলেন তিনি ৷ ফলে তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। যদিও এ জন্য আমিরের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি।
স্বাভাবিকভাবেই তাঁর এই ট্যুইট নিয়েও শুরু হয়েছে বিতর্ক ৷