সলমনের জেল, কত কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে পারে বলিউড?

Last Updated:

দোষী সাব্যস্ত হলেন সলমন খান ৷ ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার তাঁকে ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছে যোধপুর আদালত ৷ যদিও বেকসুর খালাস করা হয়েছে মামলায় জড়িত সইফ আলি খান, তব্বু, নীলম কোঠারি এবং সোনালী বেন্দ্রকে ৷

#মুম্বই: দোষী সাব্যস্ত হলেন সলমন খান ৷ ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার তাঁকে ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছে যোধপুর আদালত ৷ যদিও বেকসুর খালাস করা হয়েছে মামলায় জড়িত সইফ আলি খান, তব্বু, নীলম কোঠারি এবং সোনালী বেন্দ্রকে ৷
কিন্তু সলমনের সাজা ঘোষণার পরেই মাথায় হাত বলিউডের ৷ কারণ সলমন খান নামটার সঙ্গেই জড়িয়ে রয়েছে একাধিক অঙ্ক ৷ তিনি শুধুমাত্র বলিউডের সিনিয়র মোস্ট অভিনেতাই নন, তিন খানের মধ্যে অন্যতম ৷ সিনেমার পোস্টারে তাঁর নাম থাকলে ফার্স্ট ডে ফার্স্ট শো এখনও হাউসফুল ৷ বিজ্ঞাপনে তাঁর মুখ দেখতে পছন্দ করেন দর্শকরা ৷ শুধু তাই নয়, এই মুহূর্তে একাধিক বিগ বাজেটের অসমাপ্ত ছবি ঝুলে রয়েছে সলমনের হাতে ৷ সুতরাং তাঁর কারাবাসে বলিউডের কপালে চিন্তার ভাঁজ ৷
advertisement
advertisement
রায় ঘোষণার পরেই সলমনকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে ৷ আজকের রাতটা জেলেই কাটাতে হবে অভিনেতাকে ৷ আগামীকাল যোধপুর আদালতে জামিনের আবেদন করতে পারবেন তিনি ৷ জামিনের জন্য থাকতে হবে একটি শর্ত ৷ শর্তে বলতে হবে নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি ৷ এরপরেই আদালত তাঁর আবেদন বিবেচনা করে দেখবে ৷ যদি তাঁর আবেদন খারিজ হয়ে যায় তা হলে আপাতত জেলেই থাকতে হবে সলমনকে ৷ ফলে বেশ বড়সড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হতে পারে দেশের বিনোদন ইন্ডাস্ট্রি ৷
advertisement
Salman Khan Salman Khan
রেস ৩, দাবাং ৩, ভারত, কিক ২, দশ কা দম-র কাজ এই মুহূর্তে রয়েছে সলমনের হাতে ৷ সব মিলিয়ে ১০০০ কোটি টাকার কাথাকাছি বিনোয়গ করা হয়েছে এই সমস্ত ছবিগুলোয় ৷ ক্যুইজ শো ‘দশ কা দম’-এর জন্য নাকি ৭৮ কোটি টাকা নিয়েছিলেন সলমন ৷ অভিনেতার সাজা ঘোষণায় প্রশ্নের মুখে পড়ল এই প্রজেক্টগুলির ভবিষ্যৎ ৷ এ ছাড়াও ভগ্নিপতি আয়ুষ শর্মার পরবর্তী প্রজেক্ট ‘লভরাত্রি’ প্রযোজনা করছে সলমন খান ফিল্মস ৷ সঙ্গে রয়েছে তাঁর ‘বিয়িং হিউম্যান’-র একাধিক বিনিয়োগ ৷
advertisement
এ ছাড়াও সলমনের হাতে এই মুহূর্তে প্রায় ২৩২ কোটি ৮৩ লক্ষ টাকার বিজ্ঞাপনের কাছ রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের জেল, কত কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে পারে বলিউড?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement