৫ বছরের জেল সলমন খানের, ঝুলে রইল এই বিগ বাজেট ছবিগুলোর ভাগ্য

Last Updated:

কৃষ্ণসার হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন সলমন খান ৷ ২০ বছর পর আজ যোধপুর আদালত এই রায় ঘোষণা করায় অনিশ্চয়তার মেঘ জমল বেশ কয়েকটি বিগ বাজেট ছবির ভাগ্যে ৷

#মুম্বই: কৃষ্ণসার হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন সলমন খান ৷ ৫ বছরের জেল হল অভিনেতার ৷ ২০ বছর পর আজ যোধপুর আদালত এই রায় ঘোষণা করায় অনিশ্চয়তার মেঘ জমল বেশ কয়েকটি বিগ বাজেট ছবির ভাগ্যে ৷
১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে গিয়েছিলেন সলমন। অভিযোগ ছিল ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন । হরিণ দু'টির মৃত্যু হয় । এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। মামলা দায়ের হয় ওই পাঁচ অভিনেতার নামে। এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত রায় দান হল আজ।
advertisement
advertisement
বন্য পশু রক্ষা আইনের সেকশন ৯ এবং ৫১ ধারায় দোষী সাব্যস্ত হলেন সলমন খান ৷ এই মামলায় সর্বোচ্চ ৬ বছর অথবা সর্বনিম্ন ১ বছরের জেল হতে পারে অভিনেতার ৷ ৩ বছরের বেশি সাজা হলে জামিনের জন্য সেশনস কোর্টে যেতে হবে সলমনকে। তার থেকে কম সাজা হলে যোধপুর আদালতই জামিন দিতে পারবে তাঁকে। কিন্তু এই রায়ের পর থেকেই দুশ্চিন্তায় মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ৷
advertisement
কারণ সলমনের হাতে এই মহূর্তে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি ৷ তার মধ্যে কয়েকটির শুটিং শুরুও হয়ে গিয়েছে ৷ এই অবস্থায় সলমন জেলে গেলে কী হবে ওই ছবিগুলির ভবিষ্যৎ ? এই নিয়েই আপাতত চিন্তার ভাঁজ গাঢ় হচ্ছে প্রযোজকদের কপালে ৷
advertisement
Representative Image Representative Image
যে ছবিগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছেঃ
• রেস ৩:
১৫ জুন মুক্তি পাওয়ার কথা রেস ৩-র ৷ মামলার শুনানির জন্য আবু ধাবি থেকে তড়ঘড়ি শুটিং শেষ করে ফিরেছে ‘রেস ৩’ টিম ৷ ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ এ ছাড়াও এই ছবিতে রয়েছেন শাকিব সালিম, ববি দেওল, ডেইজি শাহ এবং অনিল কাপূর ৷
advertisement
• ভারত:
টাইগার জিন্দা হ্যায়-এর পরিচালক আলি আব্বাস জাফরের পরের ছবি ‘ভারত’-এ অভিনয় করার কথা ছুল সলমন খানের ৷ এই মুহূর্তে প্রি-প্রডাকশন স্তরে রয়েছে এই ছবি ৷ প্রথমে শোনা গিয়েছিল এই ছবিরক গল্প শুনে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছেন, যে কোয়ান্টিকো সিজন-৪ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া ৷ পরে অবশ্য শোনা যায়, নায়িকার দৌড়ে নাকি এই চরিত্র ছিনিয়ে নিয়েছেন ক্যাটরিনা ৷ তবে এখন প্রধান চরিত্রের অভিনেতাকে নিয়েই অনিশ্চিত ‘ভারত’ টিম ৷ ২০১৯-এর ইদের সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির ৷
advertisement
• দাবাং ৩:
প্রভু দেবার পরিচালনা আর আরবাজ খানের প্রযোজনায় আসছে দাবাং ৩ ৷ এ বছরেরই ডিসেম্বরে পর্দায় আসার কথা ছিল এই ছবির ৷ সলমন খান ও সোনাক্ষী সিনহার কেমিস্ট্রি আবার খুঁজে পাওয়া যাবে এই ছবিতে ৷
• কিক ২:
২০১৯-এর বড়দিনে ‘কিক’-এর সিক্যুয়েল নিয়ে আসার কথা ছিল সলমন খানের ৷
• দশ কা দম:
এই ক্যুইজ শো নিয়ে সোনি এন্টারটেইনমেন্টে আসার কথা ছিল সলমনের ৷ শোনা গিয়েছিল, ‘রেস ৩’-র শুটিং শেষ করেই নাকি ‘দশ কা দম’-এর শুটিং শুরু করবেন সল্লু ভাই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৫ বছরের জেল সলমন খানের, ঝুলে রইল এই বিগ বাজেট ছবিগুলোর ভাগ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement