সলমনের জেল, কত কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে পারে বলিউড?
Last Updated:
দোষী সাব্যস্ত হলেন সলমন খান ৷ ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার তাঁকে ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছে যোধপুর আদালত ৷ যদিও বেকসুর খালাস করা হয়েছে মামলায় জড়িত সইফ আলি খান, তব্বু, নীলম কোঠারি এবং সোনালী বেন্দ্রকে ৷
#মুম্বই: দোষী সাব্যস্ত হলেন সলমন খান ৷ ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার তাঁকে ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছে যোধপুর আদালত ৷ যদিও বেকসুর খালাস করা হয়েছে মামলায় জড়িত সইফ আলি খান, তব্বু, নীলম কোঠারি এবং সোনালী বেন্দ্রকে ৷
কিন্তু সলমনের সাজা ঘোষণার পরেই মাথায় হাত বলিউডের ৷ কারণ সলমন খান নামটার সঙ্গেই জড়িয়ে রয়েছে একাধিক অঙ্ক ৷ তিনি শুধুমাত্র বলিউডের সিনিয়র মোস্ট অভিনেতাই নন, তিন খানের মধ্যে অন্যতম ৷ সিনেমার পোস্টারে তাঁর নাম থাকলে ফার্স্ট ডে ফার্স্ট শো এখনও হাউসফুল ৷ বিজ্ঞাপনে তাঁর মুখ দেখতে পছন্দ করেন দর্শকরা ৷ শুধু তাই নয়, এই মুহূর্তে একাধিক বিগ বাজেটের অসমাপ্ত ছবি ঝুলে রয়েছে সলমনের হাতে ৷ সুতরাং তাঁর কারাবাসে বলিউডের কপালে চিন্তার ভাঁজ ৷
advertisement
advertisement
রায় ঘোষণার পরেই সলমনকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে ৷ আজকের রাতটা জেলেই কাটাতে হবে অভিনেতাকে ৷ আগামীকাল যোধপুর আদালতে জামিনের আবেদন করতে পারবেন তিনি ৷ জামিনের জন্য থাকতে হবে একটি শর্ত ৷ শর্তে বলতে হবে নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি ৷ এরপরেই আদালত তাঁর আবেদন বিবেচনা করে দেখবে ৷ যদি তাঁর আবেদন খারিজ হয়ে যায় তা হলে আপাতত জেলেই থাকতে হবে সলমনকে ৷ ফলে বেশ বড়সড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হতে পারে দেশের বিনোদন ইন্ডাস্ট্রি ৷
advertisement
রেস ৩, দাবাং ৩, ভারত, কিক ২, দশ কা দম-র কাজ এই মুহূর্তে রয়েছে সলমনের হাতে ৷ সব মিলিয়ে ১০০০ কোটি টাকার কাথাকাছি বিনোয়গ করা হয়েছে এই সমস্ত ছবিগুলোয় ৷ ক্যুইজ শো ‘দশ কা দম’-এর জন্য নাকি ৭৮ কোটি টাকা নিয়েছিলেন সলমন ৷ অভিনেতার সাজা ঘোষণায় প্রশ্নের মুখে পড়ল এই প্রজেক্টগুলির ভবিষ্যৎ ৷ এ ছাড়াও ভগ্নিপতি আয়ুষ শর্মার পরবর্তী প্রজেক্ট ‘লভরাত্রি’ প্রযোজনা করছে সলমন খান ফিল্মস ৷ সঙ্গে রয়েছে তাঁর ‘বিয়িং হিউম্যান’-র একাধিক বিনিয়োগ ৷
advertisement
এ ছাড়াও সলমনের হাতে এই মুহূর্তে প্রায় ২৩২ কোটি ৮৩ লক্ষ টাকার বিজ্ঞাপনের কাছ রয়েছে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2018 3:57 PM IST