বাংলা টেলিভিশনে অনুষ্ঠিত হওয়ার নাচের রিয়ালিটি শো গুলিতে যেভাবে জেলার প্রতিযোগীরা অংশ নেন, সেই জায়গা থেকে গুরুত্ব অনুধাবন করেই হাবড়াকে বেছে নিয়েছেন ডান্স একাডেমির জন্য। এদিন হিজলপুকুরে ক্যাফে জোন বিনোদন উদ্যানে এই একাডেমির উদ্বোধনে উপস্থিত ছিলেন বাবা যাদব স্বয়ং। এছাড়া উপস্থিত ছিলেন হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বিখ্যাত এই কোরিওগ্রাফারকে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন হাবড়ায়। মার্চ মাস থেকেই এই একাডেমিতে প্রশিক্ষণ শুরু করবেন তিনি বলেই জানান।
advertisement
আরও পড়ুনঃ আলুতেই তরতরিয়ে কমবে ওজন! শুধু এই ‘সহজ’ উপায়ে খান! মাখনের মতো গলবে পেটের জেদি মেদ!
শুধু প্রতিযোগিতায় নয়, বয়স্ক মহিলা ও গৃহবধূদের জন্যও বিশেষ শরীর সচেতনতার জুম্বা ক্লাস রাখার কথা জানালেন বলিউড এই কোরিওগ্রাফার। এই একাডেমীর সংলগ্ন ক্যাফেড এরিয়া থাকায় নাচের পাশাপাশি মনোরঞ্জনও মিলবে। সঙ্গে থাকছে পেট পুজোর ব্যবস্থাও। ফলে আগামী দিনে বলিউড ও টলিউডের জেলার বহু ছেলে মেয়ে সুযোগ পাবেন বাবা যাদবের হাত ধরে বলেই মনে করছেন অনেকে।
Rudra Narayan Roy